আসন কমলেও এবারে বাংলায় সব থেকে বড় জয় বিজেপির! কি বললেন শুভেন্দু? তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য July 6, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অনেকেই লাফালাফি করতে পারেন, তৃণমূলের যারা ঘনিষ্ঠ তারা বলতেই পারেন যে, এবারে বিজেপির বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। কিন্তু তারা যদি এই কথা বলেন, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ, বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পর এবারে হয়ত তাদের আসন কমেছে। কিন্তু তারা যত মানুষের ভোট পেয়েছে, তা রীতিমত চমকে দেওয়ার মত। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন যদি এই ভোটের সমর্থন বিজেপি ধরে রাখতে পারে, তাহলে ক্ষমতায় আসতে তাদের খুব একটা বেশি সময় লাগবে না। আর সেই ব্যাপক মানুষের সমর্থনের কথাই তুলে ধরে বিজেপির যে কত বড় জয় হয়েছে, তা জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, আজ বাগদায় একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা হয়ত আসন বেশি পাইনি। আমরা ২৪ এর আশা করেছিলাম, কিন্তু ২২ শে আটকে গেছি। কিন্তু মাথায় রাখবেন, বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম আমরা সবথেকে বেশি ভোট এই বাংলায় পেয়েছি।” অর্থাৎ যারা বিজেপি বেশি আসন পায়নি বলে লাফালাফি করছেন এবং দলের মধ্যেই অসন্তোষ প্রকাশ করছেন, তাদের মুখে কার্যত ঝামা ঘষে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি পাল্টা যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন যে, এবার বাংলায় কতটা সাফল্য পেয়েছে বিজেপি। যা শুনে রীতিমত উজ্জীবিত গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। তারা আগামী দিনে লড়াই করবার জন্য আরও বেশি মাইলেজ পেয়ে গেলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -