এখন পড়ছেন
হোম > জাতীয় > আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে কেমন অবস্থা রয়েছে বিজেপির? আসুন জেনে নিন

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে কেমন অবস্থা রয়েছে বিজেপির? আসুন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছর যে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম হলো উত্তরপ্রদেশ। উত্তর প্রদেশে বিজেপির বিজেপির ভিত শক্তিশালী থাকলেও, সম্প্রতি বেশকিছু বিষয় নিয়ে বারবার বিরোধীদের তোপের মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। তার মধ্যে অন্যতম রয়েছে করোনা মোকাবিলা, গঙ্গায় মৃতদেহ বিসর্জন, নারী নির্যাতন, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মতো বেশ কিছু বিষয়।

এসকল কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর ক্রমশ ভরসা হারিয়ে ফেলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এমন একটা কথা বারবার রাজনৈতিক মহলে ভেসে আসছে। তার ওপর উত্তরপ্রদেশে বিজেপি অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, এমন খবরও ভেসে আসছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে বিজেপি যে ঐক্যবদ্ধ রয়েছে, তা প্রমান করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

গতকাল, তাঁর ডেপুটি কেসবপ্রসাদ মৌর্যের বাড়িতে উপস্থিত হলেন যোগী আদিত্যনাথ। সেখানে উপস্থিত ছিলেন আরএসএস-এর এক শীর্ষ নেতা, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা প্রমুখরা। ডেপুটি কেসবপ্রসাদ মৌর্যের ছেলের বিয়ে উপলক্ষে তাঁদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। গত মাসে এই বিয়ে সম্পন্ন হলেও, করোনা সংক্রমনের কারণে অনুষ্ঠান করা হয়নি।

গতকাল আমন্ত্রণ করার পর পায়ে হেঁটে সেখানে উপস্থিত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর তাঁদের এক বৈঠক চলে। যে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা বি এল সন্তোষ, রাধা মোহন সিং প্রমুখরা, এছাড়া উত্তরপ্রদেশে বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং, রাজ্যের বেশকিছু মন্ত্রী, ডেপুটি কেসবপ্রসাদ মৌর্য সহ বেশকিছু গুরুত্বপূর্ণ নেতৃত্বও উপস্থিত ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের এই বৈঠক করে যোগী আদিত্যনাথ স্পষ্ট বুঝিয়ে দিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে তাঁর নেতৃত্বেই লড়াই করবে দল। এছাড়া দলের মধ্যে কোন অন্তর্দ্বন্দ্ব নেই, দল সম্পূর্ণ জোটবদ্ধ। এছাড়া গতকাল ডেপুটি কেসবপ্রসাদ মৌর্যের বাড়িতে বেশ কিছু ছবি তোলা হয়েছিল। তার মধ্যে কিছু ছবি সামনে এনেছে বিজেপি নেতৃত্ব। যে ছবিগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে, একটি ছবিতে যোগী আদিত্যনাথ, কেসবপ্রসাদ মৌর্য, তাঁর স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে আছেন নবদম্পতি। অপর একটি ছবিতে বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন নবদম্পতি। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কিছু দিতে চাইছেন কেসবপ্রসাদ মৌর্য, দুজনেই রয়েছেন অত্যন্ত আনন্দিত ভাবে।

এই ছবিগুলোর মধ্যে দিয়েও স্পষ্ট হয়ে উঠেছে যে, দলে কোনভাবেই অন্তর্দ্বন্দ্ব নেই। গতকালের এই আমন্ত্রণ ও বৈঠকের মধ্যে দিয়ে যোগী আদিত্যনাথ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচনের তাঁর নেতৃত্বেই লড়াই করবে দল। আবার, দলের যে ঐক্যর ছবি সামনে এসেছে, তা যথেষ্ট স্বস্তি দিয়েছে বিজেপিকে। কারণ উত্তরপ্রদেশের মত রাজ্যকে নিজেদের দখলে রাখা অত্যন্ত প্রয়োজনীয় বিজেপির পক্ষে। আবার, জাতীয় রাজনীতিতে একটি প্রবাদ প্রচলিত আছে, যা হলো উত্তরপ্রদেশ যার, দিল্লি তার। তবে, এর যে ব্যতিক্রম ঘটেনি, সেটাও নয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!