এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আসন্ন বিধানসভা নির্বাচনে কোন ফর্মুলায় মিলবে টিকিট? নেতাদের বাতলে দিলেন তৃণমূল শীর্ষনেতৃত্ব

আসন্ন বিধানসভা নির্বাচনে কোন ফর্মুলায় মিলবে টিকিট? নেতাদের বাতলে দিলেন তৃণমূল শীর্ষনেতৃত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভরাডুবি ঘটেছিল শাসক দলের। এরপর থেকে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় শাসক দলের সংগঠন যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় শাসক দলের মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে পড়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ কালে তাঁর প্রথম উত্তরবঙ্গ সফল করতে চলেছেন আগামী সপ্তাহেই। মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার তৃণমূল নেতাদের সঙ্গে শীর্ষ তৃণমূল নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো।

তৃণমূল দলের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সুব্রত বক্সী ও তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর।এই বৈঠকে জেলা নেতৃত্বকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হলো যে, মুখ্যমন্ত্রী যাঁদেরকে দল পরিচালনার দায়িত্ব দেবেন, তাদেরকেই মেনে নিতে হবে সমস্ত সদস্যদের। আরও জানিয়ে দেওয়া হলো যে, কোনো বিশেষ গোষ্ঠীকে গুরুত্ব না দিয়ে সব পক্ষকেই সমান গুরুত্ব দিয়ে উপযুক্ত লোক নেবে টিমপিকে। বিধানসভা নির্বাচনে দাদা ধরে টিকিট কেউ পাবেন না। উপযুক্ত ব্যক্তিকেই প্রার্থী বলে ঘোষণা করা হবে। আরও জানানো হলো যে, দলের সদস্যরা যদি নিজেদের মধ্যে বিরোধ করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপির কাছে তৃণমূলের পরাজয়ের পর কোচবিহারে তৃণমূল ব্লক কমিটি ভেঙে দেয়া হয়েছিল। তারপর দুবার ব্লক সভাপতি পরিবর্তন করা হয়েছে, কিন্তু কোন ব্লক কমিটি বা জেলা কমিটি ঘোষণা করা হয় নি। এই ব্লক ও জেলা কমিটি গুলির মধ্যে কে কে থাকবেন সে বিষয়ে গতকাল আলোচনা করা হল। গতকালের এই বৈঠকে জেলা তৃণমূলের সমস্ত গুরুত্বপূর্ণ নেতা, মন্ত্রী উপস্থিত ছিলেন। এই জেলার তৃণমূল দলের পরস্পর বিবদমান গোষ্ঠীগুলোকে যথেষ্ট সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে দলের ব্লক সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সৎ ও স্বচ্ছ ভাবমূর্তির অধিকারীদের গুরুত্ব দেয়া হবে বলে জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জলপাইগুড়ি জেলার ব্লক কমিটিতেও বেশ কিছু পরিবর্তন আনা হলো। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার তৃণমূল সভাপতি, জেলা কডিনেটর ও জেলা যুব সভাপতি। এই জেলার ব্লক সভাপতিদের নাম পূর্বেই ঘোষণা করা হয়েছিল। এবার এই জেলার নতুন ব্লক কমিটি গঠন করা হলো। জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণীর মনোনীত মেহেবুব আলমকে ক্রান্তি ব্লকের সভাপতি করা হলো। অন্যদিকে এই জেলার জেলা কমিটির তালিকা জেলা নেতৃত্ব পূর্বেই শীর্ষ নেতৃত্বকে পাঠিয়েছিল। সেই তালিকা নিয়েও বৈঠকে আলোচনা করা হল।এই তালিকার বিশেষ কোন রদবদল ঘটানো হয় নি।

আবার এই বৈঠকে আলিপুরদুয়ার জেলায় চেয়ারম্যান দশরথ তিরকে, পাসাং লামা, প্রকাশ চিক বরাইক প্রমুখরা ছাড়াও জেলা সভাপতি উপস্থিত ছিলেন। দলের সাংগঠনিক কাজকর্ম দ্রুততার সঙ্গে করবার নির্দেশ দেওয়া হলো। সম্প্রতি দলে কিছুটা নিষ্ক্রিয় ও দলের সঙ্গে সম্পর্কহীন হয়ে পরা সদস্যদের পুনরায় দলে সতেজ করার নির্দেশ দেওয়া হলো। বেশ কিছু ক্ষেত্রে জেলার সংগঠনগত রদবদলের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!