এখন পড়ছেন
হোম > জাতীয় > আসামে সংগঠন বিস্তারের ক্ষেত্রে এনআরসি বিরোধিতা মূল অস্ত্র তৃণমূলের, বাড়ছে জল্পনা

আসামে সংগঠন বিস্তারের ক্ষেত্রে এনআরসি বিরোধিতা মূল অস্ত্র তৃণমূলের, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর বার্তা দিয়েছেন, বিভিন্ন রাজ্যে তৃণমূলের সংগঠন বাড়ানোর। সেই সূত্রেই ত্রিপুরার দিকে নজর দিয়েছে তৃণমূল শিবির। আর ত্রিপুরার পাশাপাশি আসামেও নিজেদের সংগঠন বাড়ানোর সূত্রপাত করছে ঘাসফুল শিবির। আর সেক্ষেত্রে তৃণমূল হাতিয়ার করে তুলছে নাগরিকত্ব আইন ও এনআরসি সংক্রান্ত আন্দোলনকে। কার্যত আসামে নাগরিকত্ব আইন নিয়ে তীব্র বিতর্ক চলছে এখনো। সেখানে ভয়ের বাতাবরণ বর্তমান বলে দাবি করা হচ্ছে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মতোই আসামেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তৃণমূল।

ইতিমধ্যেই শোনা যাচ্ছে, আসামে সংগঠন বাড়াতে সেখানকার সিএএ-বিরোধী আন্দোলনের অন্যতম নেতা অখিল গগৈকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের এই পদক্ষেপ আসাম রাজনীতিতে যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত অসমের শিব সাগর বিধানসভার বিধায়ক তথা রজৌর দলের অন্যতম নেতা অখিল গগৈ ইতিমধ্যেই আসামে 2019 এর কেন্দ্রীয় মোদি সরকারের আনা নাগরিক সংশোধনী আইন বিরোধী আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠেছেন। এমনকি এই আন্দোলনের জন্য তিনি জেলে পর্যন্ত গিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একটা সময় ‘ইন্ডিয়া এগেনস্ট করাপশন’ নামক একটি সংগঠনকে সামনে রেখে ভারতীয় রাজনীতিতে দুর্নীতি রুখতে আসামে ব্যাপকভাবে আন্দোলন শুরু করেছিলেন অখিল গগৈ। গত কয়েক বছর ধরে সমাজকর্মী হিসেবে তিনি কাজ করে আসছেন। 2021 এর বিধানসভা নির্বাচনে রজৌর দলের হয়ে বেশ কয়েকটি প্রার্থী দেন অখিল গগৈ। শিবসাগর কেন্দ্র থেকে তিনি নিজে জিতলেও রজৌর দলের আর কেউ জিততে পারেননি। তাই তৃণমূল 2024 এর লোকসভা নির্বাচনের আগে দেশের উত্তর-পূর্বাঞ্চলে সংগঠন বাড়াতে চাইছে আর সেক্ষেত্রে আসামের রাজনীতিতে অখিল গগৈ এর মতন জনপ্রিয় নেতাকে সাথে রাখতে পারলে তৃণমূলের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ত্রিপুরায় সংগঠন তৈরির পাশাপাশি তৃণমূলের নজর আসামেও পড়েছে। এ প্রসঙ্গে আসামের রজৌর দলের অন্যতম নেতা অম্লান জ্যোতি গগৈ জানিয়েছেন, তৃণমূলের পক্ষ থেকে তাঁদের কাছে যোগদান করার প্রস্তাব আসলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কার্যত বিশেষজ্ঞদের মতে, নাগরিকত্ব আইন বিরোধী অবস্থান গ্রহণ করে আসামের মন জয়ে এগোচ্ছে তৃণমূল। এবং এক্ষেত্রে যদি অখিল গগৈয়ের সঙ্গে জোট বাঁধা যায়, তাহলে আসামের বুকে কিন্তু তৃণমূল সংগঠন বাড়াতে সফল হবে বলেই মনে করা হচ্ছে। তবে অখিল গগৈয়ের দলের সাথে আসামে জোট করতেও প্রস্তুত তৃণমূল বিজেপিকে সরাতে। এই পরিস্থিতিতে আসামে আগামী দিনে রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে কোন নতুন মোড় আসছে কিনা, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!