এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভার আগে বিজেপিকে চাপে রাখতে নয়া কৌশল তৃণমূলের! নেওয়া হল লাগাতার কর্মসূচি!

বিধানসভার আগে বিজেপিকে চাপে রাখতে নয়া কৌশল তৃণমূলের! নেওয়া হল লাগাতার কর্মসূচি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচন থেকেই রাজ্যে প্রভাব বাড়তে শুরু করে ভারতীয় জনতা পার্টির। 18 টি আসন পেয়ে খাতায়-কলমে না হলেও, মানুষের মনে রাজ্যের বিরোধী দলের জায়গা দখল করে তারা। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, অপশাসন সহ নানা বিষয়ে আন্দোলনে নামতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের। কিভাবে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখা যায়, সেই প্রচেষ্টাই করছেন তারা। এমত পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস যে বিজেপিকে ছেড়ে দেবে না, তাতে কার্যত নিশ্চিত ছিল রাজনৈতিক মহল।

তবে এক্ষেত্রে বিজেপিকে আটকাতে তৃণমূলের রাজনৈতিক কৌশল কি হবে, তার দিকে নজর ছিল সকলেরই। কেননা দীর্ঘদিন করোনা পরিস্থিতির কারণে সেভাবে মিটিং, মিছিল করা সম্ভব হয়নি। তবে ধীরে ধীরে লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হতে শুরু করেছে। তাই এখন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নামতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এমত পরিস্থিতিতে এবার তৃণমূলের রাজনৈতিক কর্মসূচির কথা ঘোষণা হয়ে গেল। যেখানে বিজেপিকে কুপোকাত করাই প্রধান লক্ষ্য হিসেবে উঠে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “8, 14 সেপ্টেম্বর কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা চেয়ে ব্লক ও ওয়ার্ড স্তর পর্যন্ত বিক্ষোভ সভা, মিছিল হবে। 20 সেপ্টেম্বর একইভাবে প্রতিবাদ জানানো হবে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিক্রি করে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে কর্মী সঙ্কোচনের।” আর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে যেভাবে রাজ্যের শাসকদল এবার ময়দানে নামার কর্মসূচি গ্রহন করল, তাতে নতুন করে বিজেপি এবং তৃণমূল দ্বৈরথ চরমে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশের মতে, বিধানসভা নির্বাচনের আগে কর্মসূচি পাল্টা কর্মসূচির মধ্যে দিয়ে উত্তাল হতে পারে বঙ্গ রাজনীতি। এক্ষেত্রে বিজেপিকে কুপোকাত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নানা কর্মসূচি নিয়ে অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোকেও সেখানে শামিল হওয়ার আহ্বান জানাতে শুরু করে, তাহলে বিজেপি বাংলায় কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়বে। তবে তৃণমূল কংগ্রেসের সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির পক্ষ থেকে পাল্টা কোনো কর্মসূচি গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!