এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ দুই রাজ্যের বিধানসভা নির্বাচন ও ৫১ বিধানসভা, ২ লোকসভা উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে গোটা দেশ

আজ দুই রাজ্যের বিধানসভা নির্বাচন ও ৫১ বিধানসভা, ২ লোকসভা উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে গোটা দেশ


2014 সালের পর 2019 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসলেও তাদের ভাবমূর্তি জনমানসে ক্ষুন্ন করতে উদ্যোগী হয়ে পড়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু সত্যিই কি বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপির সেই জনমোহিনী ভাবমূর্তিকে নষ্ট করতে পেরেছে! এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজই।

জানা গেছে, আজ মহারাষ্ট্র এবং হরিয়ানার দুটি বিধানসভা ভোটের ফল প্রকাশ হতে চলেছে। আর সেখানেই উত্তর মিলবে যে, বিরোধী রাজনৈতিক দল নাকি বিজেপি কে সারাদেশে তাদের প্রভাব বাড়াতে চলেছে! তবে ফল প্রকাশের আগে প্রবল জল্পনা তৈরি করা বিভিন্ন সমীক্ষক সংস্থার তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে, মহারাষ্ট্র এবং হরিয়ানা এই দুই রাজ্যের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির।

তবে মহারাষ্ট্রে বিজেপি ভালোমতো জয়লাভ করলেও হরিয়ানায় তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে জানিয়ে দিয়েছে ইন্ডিয়া টুডে- অ্যাক্সেস সমীক্ষা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন সমীক্ষার ফলাফলের ওপর এখনই গুরুত্ব দিতে নারাজ। তাদের এখন নজর ভোট গণনার দিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে কংগ্রেস তাদের প্রচার পর্বে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়া নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল। হাত শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ার দিকটিকে ঘোরানোর জন্যই 370 ধারা বিলোপ এর মতো সিদ্ধান্ত নিয়ে জাতীয়তাবাদের আবেগকে উসকে দিতে চেয়েছে বিজেপি।

কিন্তু কংগ্রেসের তরফে যে দাবিই করা হোক না কেন, যেভাবে প্রতিটি সমীক্ষক সংস্থা এই ভোটের ফলাফলের আগাম পূর্বাভাস দিয়ে কংগ্রেসের ভরাডুবি হচ্ছে বলে দাবি করেছে, তাতে যদি হাত শিবিরের সেই ভরাডুবি অব্যাহত থাকে, তাহলে কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ সরকারের বিরুদ্ধে বিরোধীরা যতই চেঁচামেচি করুক না কেন, সাধারণ মানুষ যে এখনও সেই বিজেপির উপর ভরসা রেখেছে, তা একবাক্যে প্রমাণ হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের।

শুধু তাই নয়, এই মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের পর আর কিছুদিনের মধ্যেই রয়েছে দিল্লি, বিহার এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে বিজেপি যদি এখানে ভালো ফলাফল করতে পারে, তাহলে তারা শক্ত মনোবল নিয়ে সেই তিন রাজ্যের ক্ষমতা দখলের জন্য আরও বেশি করে তৎপর হবে বলে দাবি গেরুয়া শিবিরের একাংশের। তবে যে মহলে যতই জল্পনা চলুক না কেন, এখন গোটা দেশবাসীর নজর সেই নির্বাচনী ফলাফলের দিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!