এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেজে গেল বিধানসভা নির্বাচনের দামামা, ২০২১ এর মাস্টারপ্ল্যান নিয়ে বৈঠকে বসছে বিজেপি!

বেজে গেল বিধানসভা নির্বাচনের দামামা, ২০২১ এর মাস্টারপ্ল্যান নিয়ে বৈঠকে বসছে বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যে তাদের কাছে পাখির চোখ, তা তারা বারেবারে প্রমাণ করেছে। কিন্তু 2021 এ রাজ্যের ক্ষমতা যদি দখল করতে হয়, তাহলে তাদের আরও অনেক কাজ বাকি রয়েছে‌। সংগঠনকে শক্তিশালী করা থেকে শুরু করে দলকে একতাবদ্ধ করা, প্রায় সমস্ত কিছুর ওপরই জোর দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে করোনা পরবর্তী সময়কালে ভার্চুয়াল সভার ওপর জোর দেওয়া হয়েছে। অমিত শাহ প্রথমে বাংলার নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল সভায় বক্তব্য রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন। এদিকে বঙ্গ বিজেপি চেষ্টা করছে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার। দুর্নীতি থেকে শুরু করে বিধায়ক মৃত্যু, বিভিন্ন ঘটনায় “রাজ্যে গণতন্ত্র নেই” বলে সোচ্চার হচ্ছেন পদ্ম শিবিরের নেতারা।

আর এই পরিস্থিতিতে এবার বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে বুধবার থেকে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। জানা গেছে, বুধবার থেকে চলা এই বৈঠক আগামী 27 জুলাই পর্যন্ত চলবে। যেখানে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায়, দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শিবপ্রকাশ, কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং বেশকিছু জেলার সভাপতিরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই করোনা পরিস্থিতির মধ্যে যখন সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ ছিল, ঠিক তখনই লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার পর বঙ্গ বিজেপি নেতাদের নিয়ে দিল্লিতে একটানা বৈঠক নিঃসন্দেহে গুঞ্জন সৃষ্টি করছে বাংলার রাজনৈতিক মহলে। ঠিক কি কারণে এই বৈঠক? এই প্রসঙ্গে এই বৈঠক? এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “করোনার জন্য চার মাস এই ধরনের বৈঠক বন্ধ ছিল। কিন্তু বিধানসভা ভোটের প্রস্তুতি আর ফেলে রাখা যাবে না। তাই দিল্লিতে এই বৈঠক।”

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছে না। তাই এখন থেকে বিধানসভা নির্বাচনের জন্য লড়াইয়ে ঝাঁপাতে এই বৈঠক শুরু হচ্ছে। এখন বুধবার থেকে টানা বৈঠকে ঠিক কী কী বিষয় উঠে আসে এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি বাংলায় কিভাবে তাদের সংগঠনকে আরও শক্তিশালী করে তৃণমূলের অস্বস্তি বাড়ায়, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!