এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগে নতুন দল ঘোষণা করে ময়দানে নামছেন এই মহাতারকা? বদলে যেতে পারে বহু সমীকরণ?

বিধানসভার আগে নতুন দল ঘোষণা করে ময়দানে নামছেন এই মহাতারকা? বদলে যেতে পারে বহু সমীকরণ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একদিকে করোনা ভাইরাসের সংক্রমণ এবং অন্যদিকে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বিশিষ্ট অভিনেতা তথা রাজনীতিবিদ রজনীকান্তের। আর তারপর থেকেই তাকে রাজনীতিতে নামতে নিষেধ করে দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু সামনেই তামিলনাড়ু বিধানসভার নির্বাচন। তাই তার আগে ফের রাজনীতিতে নামতে চলেছেন বিশিষ্ট অভিনেতা বলে খবর পাওয়া গেল। যেখানে তিনি নতুন দল গঠন করেছেন বলে একটি চিঠি প্রকাশ্যে চলে এল। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সম্প্রতি একটি চিঠি প্রকাশ্যে এসেছে। যেখানে জানানো হয়েছে, জানুয়ারিতে নতুন দল ঘোষণা করা হবে এবং সেই বিষয়ে ডিসেম্বরে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে।

সূত্রের খবর, বুধবার এই চিঠি ফাঁস হয়েছে। যেখানে বিশিষ্ট অভিনেতা তথা রাজনীতিবিদ রজনীকান্তের বয়ানে লেখা হয়েছে, “আমার জীবন নিয়ে ভয় পাই না জনকল্যাণের জন্য চিন্তিত। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই মত রাজনীতিতে নামব। কিন্তু এর মধ্যে আমার শরীরের অবস্থা ভালো নয়। সেই প্রক্রিয়ায় তা বাধা হয়ে দাঁড়াতে পারে। যদি রাজনীতিতে আসি, তাহলে 15 জানুয়ারির মধ্যে দলের নাম ঘোষণা করব। ডিসেম্বরে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমার কি করা উচিত, সেই সিদ্ধান্ত ভক্ত এবং সাধারণ মানুষের ওপর। তখনকার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কাংশ বলছেন, করোনা ভাইরাসের মধ্যে যদি রজনীকান্ত রাজনীতির ময়দানে নামেন, তাহলে তার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এমনিতেই তাঁর বয়স বাড়তে শুরু করেছে। রয়েছে কিডনির সমস্যা। তাই এই পরিস্থিতিতে চিকিৎসকরা তাকে রাজনৈতিক ময়দানে নামতে বারণ করেছিলেন। কিন্তু তার মাঝেই হঠাৎ করে তার বয়ান যুক্ত এই চিঠি নতুন করে গুঞ্জন ছড়িয়ে দিল। তাহলে কি সত্যি সত্যিই নতুন দল গঠন করে এবার আবার রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন রজনীকান্ত?

এদিন এই প্রসঙ্গে বিশিষ্ট অভিনেতা বলেন, “ওই চিঠি আমার নয়। তবে আমার শারীরিক অসুস্থতা এবং তার জন্য চিকিৎসকের পরামর্শ সংক্রান্ত যা লেখা হয়েছে চিঠিতে, তা সত্যি।” কিন্তু তার দল গঠন নিয়ে যে কথা লেখা হয়েছে, সেই ব্যাপারে তিনি কি বলবেন? এদিন এই প্রসঙ্গে রজনীকান্ত বলেন, “সঠিক সময়ে আমি আমার রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানাব।” অর্থাৎ তার নাম করে এই চিঠি প্রকাশ্যে আসলেও, তা যে তার লেখা নয়, তা কার্যত নিজের বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করে দিলেন বিশিষ্ট এই অভিনেতা। কিন্তু সেই চিঠি নিয়ে ক্রমাগত জল্পনা বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে একটি চিঠি যেভাবে প্রকাশ্যে এল, তা কতটা বাস্তবতা লাভ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!