এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > লক্ষ্য বিধানসভায় ঘাসফুল ঝড়, এবার ব্লক‌ স্তরেও ব্যাপক রদবদল করতে চলেছে তৃণমূল? তীব্র জল্পনা

লক্ষ্য বিধানসভায় ঘাসফুল ঝড়, এবার ব্লক‌ স্তরেও ব্যাপক রদবদল করতে চলেছে তৃণমূল? তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বৃহস্পতিবার তৃণমূলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রায় সমস্ত জেলাতেই ব্যাপক রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই রদবদল বলে মনে করা হচ্ছে। তবে শুধু জেলার ক্ষেত্রে নয়, এবার ব্লক স্তরেও রদবদল করে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে আরও চাঙ্গা করতে চাইছে ঘাসফুল শিবির।

সূত্রের খবর, এবার পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের ব্লক স্তরে সাংগঠনিক রদবদল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জানা গেছে, এই জেলায় একাধিক ব্লকে কোনো ব্লক সভাপতি নেই। পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটিও নেই। তাই এই পরিস্থিতিতে সমস্ত ব্লক কমিটি পূর্ণাঙ্গ করার পাশাপাশি ব্লক সভাপতির পদ পূরণ করা হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে নন্দীগ্রাম 2 এবং শহীদ মাতঙ্গিনী ব্লকে তৃণমূলের কোনো ব্লক সভাপতি নেই।

অন্যদিকে নন্দীগ্রাম বিধানসভা কমিটির চেয়ারম্যান মেঘনাথ পাল নন্দীগ্রাম 2 ব্লকের সাংগঠনিক কাজকর্ম দেখভাল করছেন। কেননা কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন নন্দীগ্রাম 2 ব্লকের সভাপতি প্রশান্ত দাস। তাই সেই পদটি ফাঁকা। ফলে এই পদ পূরণের জন্য এবার তৃণমূল কংগ্রেস উদ্যোগী হয়েছে। অন্যদিকে শহীদ মাতঙ্গিনী ব্লকেও তৃণমূলের ব্লক সভাপতি নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সভাপতি থাকলেও তাকে নিয়ে অনেক বিতর্কের কারণে সেই পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাই এভাবে এখন সেখানে কনভেনার দিয়ে দায়িত্ব সামলানো হচ্ছে। কিন্তু সংগঠনকে চাঙ্গা করতে এবার সেখানে সভাপতি নিয়োগের কথা ভাবছে শাসক দল। এদিকে কোলাঘাট ব্লকের জেলাপরিষদের মেন্টর অসিত বন্দ্যোপাধ্যায় এবং মদন মিশ্রের মধ্যে কে ব্লক সভাপতি হবেন, তা নিয়ে তীব্র বিবাদ হতে দেখা যায়। স্বাভাবিকভাবেই দুজনের বিবাদকে মিটিয়ে তৃণমূল এখানে কাকে ব্লক সভাপতি করে, তার দিকে অবশ্যই নজর থাকবে সকলের।

বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও, বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি না থাকলে সংগঠন অনেকটাই ধাক্কা খাবে। তাই এই পরিস্থিতিতে এবার সেখানে ব্লক সভাপতি নিয়োগের মধ্য দিয়ে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে আরও চাঙ্গা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোন কোন ব্লক সভাপতি পদে বদল হবে?

আর নতুন মুখ হিসেবে কারা কারা আসবে? এদিন এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী বলেন, “প্রদেশ নেতৃত্ব থেকে যেভাবে নির্দেশ আসবে, আমরা সেরকমই ব্যবস্থা নেব। আমরা বৈঠকে বসে এসব বিষয়ে সিদ্ধান্ত নেব।” সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় সংগঠনকে চাঙ্গা করতে ব্লকস্তরে তৃণমূল কিভাবে পরিবর্তন করে এবং কারা কারা নতুন দায়িত্ব পান, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!