এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভার লক্ষে তৃণমূলে নতুন নেতা-নেত্রী তুলে আনার প্রক্রিয়া শুরু, উত্তরবঙ্গ থেকে 100 নাম

বিধানসভার লক্ষে তৃণমূলে নতুন নেতা-নেত্রী তুলে আনার প্রক্রিয়া শুরু, উত্তরবঙ্গ থেকে 100 নাম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এখন প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জেলায় সাংগঠনিক রদবদলের মধ্যে দিয়ে সংগঠনকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে তারা। তবে এবার তৃণমূলের পক্ষ থেকে বেশি নজর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গে। কেননা গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি আসনও দখল করতে পারেনি শাসকদল।

সেদিক থেকে উত্তরবঙ্গের সংগঠনে আমূল পরিবর্তন আনা হয়েছে‌‌।এবার শিলিগুড়িতে দলের নতুন কমিটি গঠন করবার জন্য তৎপরতা অবলম্বন করল জেলা তৃণমূল নেতৃত্ব জানা গেছে ইতিমধ্যেই 100 জনের নামসহ বায়োডাটা রাজ্য কমিটির কাছে পাঠানো হয়েছে। যার মধ্যে রয়েছেন উঠতি যুবক যুবতীরা। অর্থাৎ এই যুবক-যুবতীদের মাধ্যমেই বিরোধীদের কুৎসার জবাব দেওয়া হবে বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। বস্তুত, জেলা সভাপতি রঞ্জন সরকার থাকলেও, দার্জিলিং জেলায় সম্প্রতি একজন কো-অর্ডিনেটর নিয়োগ করা হয়েছে। অন্যদিকে যুব সভাপতিকেও সরিয়ে দেওয়া হয়েছে। যেখানে বসানো হয়েছে তরুণ মুখদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি সমস্ত কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব রাজ্যের দেখানো পথেই হাঁটতে শুরু করেছে। রাজ্য নেতৃত্ব যখন বিভিন্ন জেলায় তরুণদের বেশি প্রাধান্য দিচ্ছে, ঠিক তখনই এই জেলা তৃণমূল নেতৃত্ব সংগঠনকে চাঙ্গা করতে তরুণদের নিয়ে এসে জায়গা দিতে উদ্যোগী হয়েছে। বস্তুত, শিলিগুড়ি মহকুমায় 800 টির মত বুথ রয়েছে। যেখানে প্রতি বুথে তিনজন করে কমিটি গঠন করা হবে। যারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুযোগ-সুবিধা শোনার পাশাপাশি তার সমাধান করার চেষ্টা করবেন।

একদিকে তরুণদের নিয়ে এসে দায়িত্ব দেওয়া এবং অন্যদিকে দলের সংগঠনকে চাঙ্গা করার জন্য নেতাদের বেশি করে মানুষের কাছে পৌঁছানোর বার্তা দিয়ে দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব বিধানসভার আগে সংগঠনকে জোরদারভাবে চাঙ্গা করার চেষ্টা করছে। এদিন এই প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার বলেন, “এবার দলের কোনো কমিটি জেলা থেকে গঠন করা হবে না সবটাই রাজ্য কমিটি করবে।

জেলা কমিটি থেকে রাজ্য কমিটির কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রতিটি কমিটির ফ্রন্টলাইনে যুবক-যুবতীরা স্থান পাবে। শীঘ্রই কমিটিগুলো গঠন করা হবে বলে আশা করছি।” সব মিলিয়ে বিধানসভা ভোটকে পাখির চোখ করে এখন তরুণদের বেশি প্রাধান্য দিয়ে দার্জিলিং জেলা নেতৃত্ব সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছে। তবে যেখানে বিজেপির এত প্রভাব, সেখানে তৃণমূলের এই উদ্যোগ কতটা সফলতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!