এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি কত আসন পাবে? জেনে নিন!

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি কত আসন পাবে? জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে এবার বাংলায় বিজেপি শূন্য আসন পাবে বলে দাবি করে বসলেন রাজ্যের খাদ্যমন্ত্রী কথা উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কত আসন পাবে এবং তৃণমূল কত আসন পাবে, তা নিয়ে যখন ব্যাপক জল্পনা চলছে, ঠিক তখনই জ্যোতিপ্রিয় মল্লিকের মত হেভিওয়েট মন্ত্রীর দাবি ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হতে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 18 টি আসন পাওয়ার পর থেকেই তাদের শক্তি বৃদ্ধি হতে শুরু করে।

তারপর বিভিন্ন জায়গায় সভা-সমিতিতে বিজেপি নেতারা দাবি করতে শুরু করেন, 2021 এ রাজ্যে ক্ষমতা দখল করছে ভারতীয় জনতা পার্টি। তবে তৃণমূলের তরফ থেকে এই দাবি নস্যাৎ করে দেওয়া হলেও, এই ব্যাপারে যে শাসক দলের অন্দরেও যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার সরাসরি সাংবাদিক বৈঠক করে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দিলেন, বিজেপি বাংলা থেকে শূন্য আসন পাবে।

অনেকেই বলছেন, গত লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 42 এ 42 স্লোগান তুলেও 22 টি আসনে আটকে যেতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। যেখানে বিজেপি তাদের আসন সংখ্যা বাড়িয়ে 18 করে নিয়েছে। মুকুল রায়ের মত বিজেপি নেতা লোকসভা নির্বাচনে বিজেপি যত আসন পাবে বলেছিলেন, ঠিক তত আসনের কাছাকাছি পৌঁছে গেছে ভারতীয় জনতা পার্টি। আর এবার মুকুল রায় থেকে শুরু করে দিলীপ ঘোষ যখন বলছেন যে, বিজেপি রাজ্য ক্ষমতায় আসছে, তখন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নিজেদের কর্মীদের উজ্জীবিত করতেই এই ধরনের দাবি করে বিজেপিকে খাটো করতে চাইছে বলে মনে করছে একাংশ।

সূত্রের খবর এদিন এক সাংবাদিক বৈঠকে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “বিজেপিকে এবার বাংলায় একটি স্থানও দখল করতে দেব না। বাংলায় বিজেপি এরাজ্যে যতটুকু ছিটেফোঁটা অস্তিত্ব আছে, সেটাকেও বিদায় করতে হবে।” অর্থাৎ নিজের বক্তব্যের মধ্যে দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বোঝানোর চেষ্টা করলেন বিজেপি নেতারা যতই হম্বিতম্বি করুক না কেন, তারা কোনমতেই বাংলা দখল করতে পারবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিনের সাংবাদিক বৈঠক থেকে উত্তরপ্রদেশের ঘটনা নিয়েও সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিক যখন এই ধরনের কথা বলে বিজেপিকে কটাক্ষ করছেন, ঠিক তখনই পাল্টা বদলা নেওয়ার কথা বললেন মুকুল রায়ের পুত্র তথা বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি বলেন, “একুশের নির্বাচনে আমরা ক্ষমতায় আসলে কারও অন্নের অভাব হবে না। রাজ্যে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার অবসান হবে। আমি বদলার রাজনীতিতে বিশ্বাস করি না। তবে চড় খেতে খেতে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আর এরকম যখন হয়, তখন পাল্টা দিতে হয়। আমরাও এবার দেব। তবে সেটা নির্বাচনের আগে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কত আসন পাবে এবং বিজেপি কত আসন পাবে, তা ভোটবাক্স খোলার পরই স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তার আগে যেভাবে রাজনৈতিক নেতারা নিজেদের পক্ষ অবলম্বন করে সমীক্ষা করে ফেলছেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিজেপি যখন বাংলা দখলের জন্য ব্লু প্রিন্ট সাজাতে ব্যস্ত এবং তারা বাংলা দখল করবে বলে কার্যত আত্মপ্রত্যয়ী মনোভাব পোষণ করেছে, ঠিক তখনই জ্যোতিপ্রিয় মল্লিকের মত হেভিওয়েট তৃণমূল নেতা বিজেপি বাংলা থেকে শূন্য আসন পাবে বলে দাবি করে বসলেন। এখন জ্যোতিপ্রিয় মল্লিকের এই দাবি ভোটবাক্স খোলার পর কতটা বাস্তব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!