এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আস্তে আস্তে উঠে যাবে বিজেপি, ২০২৪ এর নির্বাচনে পড়বে প্রভাব – বিস্ফোরক হুঁশিয়ারি শোভনদেবের

আস্তে আস্তে উঠে যাবে বিজেপি, ২০২৪ এর নির্বাচনে পড়বে প্রভাব – বিস্ফোরক হুঁশিয়ারি শোভনদেবের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- খড়দহ কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। কিন্তু ভোটের ফল ঘোষণার আগেই করোনা আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এরপর এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। ভোটের ফল ঘোষণার পর দেখা গেল যে, বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে তিনি পরাস্ত করেছেন। সহজ কথায় বিজেপির একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন তিনি। ৯৩ হাজার ৮৩২ টি ভোটে জয়ী হয়েছেন তিনি। উপ নির্বাচনে এই অভাবনীয় জয়লাভের পর এই বিজেপিকে প্রবল হুঁশিয়ারি দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

জয়লাভের পর বর্ষিয়ান তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, আস্তে আস্তে রাজ্য থেকেই উঠে যাবে বিজেপি। তিনি ভোট করেছেন এবার দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। বাড়ি ফিরেই তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন। তাঁর সঙ্গে দেখা করবেন। কি সমস্যা রয়েছে? তা জানতে হবে। সমস্যার সমাধান করতে হবে। তিনি জানান, খড়দহে তিনি প্রতিদিন যাতায়াত করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আরও জানালেন যে, মানুষের সমর্থন সব সময় তাঁদের সঙ্গে রয়েছে। উপনির্বাচনে এই বিপুল জয় ২০২৪ সালের নির্বাচনেও প্রভাব ফেলবে। ধর্মের ভিত্তিতে রাজনীতিকে কখনোই মেনে নেন না পশ্চিমবঙ্গের মানুষ। তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্ন, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।

এভাবেই উপ নির্বাচনে জয়লাভের পর বিজেপিকে প্রবল হুঁশিয়ারি দিলেন শোভন দেব চট্টোপাধ্যায়। আবার উপনির্বাচনের দিনেও একাধিক বিস্ফোরক বক্তব্য রেখেছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, এখানে তাঁরা জিতেও লড়াইয়ে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। তাঁদের লক্ষ্য হলো মার্জিন বাড়ানো। অর্জুন সিং এখানে কোন ফ্যাক্টরই নন। তাঁর এই দাবিই আজ শেষ পর্যন্ত সত্য বলে প্রমাণিত হলো। বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!