এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিশ্বে ডিজিটাল ঝড় আনতে বাজারে আসতে চলেছে 5জি পরিষেবা। নেপথ্যে কে? জানুন বিস্তারিত

বিশ্বে ডিজিটাল ঝড় আনতে বাজারে আসতে চলেছে 5জি পরিষেবা। নেপথ্যে কে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বাজারে 5জি আশা এবার কেবল সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। কারণ এবার কার্যত 5জি প্রযুক্তির প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে কোয়ালকম টেকনোলজিস, জিও প্ল্যাটফর্ম লিমিটেড এবং তাদের অধীনে থাকা সহায়ক সংস্থা র‍্যাডিসিস কর্পোরেশন। যার ফলে সারা বিশ্বে ইন্টারনেটের ঝড় উঠতে চলেছে বলেই মনে করছেন নেটিজেনরা। সেই সঙ্গে দেশেও 5G নেটওয়ার্কের পরিকাঠামো এবং পরিষেবার কাজ শুরু করা হবে বলেও জানা গেছে।

সম্প্রতি, এই সংস্থার পক্ষ থেকে তারা 5জি পরীক্ষার প্রায় শেষ স্তরে এসে ১ জিবিপিএস (1 Gbps) স্পিড মিলেছে বলে জানিয়েছেন। ফলে 5জি পরিকাঠামো গঠনের ক্ষেত্রেও জিও যে আরও এগিয়ে গেল, সেটা বলাই বহুল্য। একই সঙ্গে গিগাবাইট 5G NR প্রডাক্ট পোর্টফোলিওয়ে ভারতের নাম জুড়ে গেল, যার নেপথ্যেও জিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেই মনে করা হচ্ছে।

জানা গেছে, 5G ইন্টারনেট কানেকশনের স্মার্ট ফোন বা ল্যাপটপ বা AR/VR প্রডাক্ট, সব কিছুতেই বেশি ডেটা রেটস, বেশি গতি পাওয়া যাবে, যা কার্যত ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সুখকর করে তুলবে বলেই মনে করছেন অনেকে। সেইসঙ্গে রিলায়েন্স জিও প্ল্যাটফর্মস লিমিডেট তৈরি করেছে বিশ্বমানের সমস্ত আইপি (IP) নেটওয়ার্ক। যার সর্বশেষ সংস্করণ হিসেবে সামনে এসেছে 4G LTE প্রযুক্তি। ভবিষ্যতে যা 5G, 6G এবং তার পরবর্তীতেও এই বর্তমান প্রযুক্তিকে আপগ্রেড করা সম্ভব বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে জিও প্রথম থেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। দেশের ১.২ কোটি মানুষকে ডিজিটাল মাধ্যমের বিষয় সচেতন করা থেকে শুরু করে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ক্ষেত্রেও জিওর ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। ডিজিটাল ক্ষেত্রে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার মূলে রয়েছে জিও। সেইসঙ্গে উঠে এসেছে জিওর গ্রাহকদের জন্য বিনামূল্যে ভয়েস কলের সুবিধা দেওয়া আর ফোন বা অনলাইন ডেটার ক্ষেত্রেও জিও অফার।

জিওর এই অভিনব কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে, জিও ইনফোকমের প্রেসিডেন্ট জানিয়েছেন, কোয়ালকম টেকনোলজিসের নতুন জেনারেশনের ক্লাউড নেটিভ 5G RAN প্রযুক্তি নিয়ে কাজ করতে পেরে তাঁরা খুবই উৎসাহী। এক্ষেত্রে তারা মিলিতভাবে যে সুরক্ষিত RAN সলিউশন তৈরি করেছে তা স্থানীয় উত্‍পাদনের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলেই মনে করছেন তাঁরা।

শুধু তাই নয়, এর হাত ধরেই আত্মনির্ভর ভারত স্বপ্ন পূরণে আরও এক নতুন পদক্ষেপ এবং 5G দেশ হিসেবে ভারতের নাম উঠে আসবে বলেও মনে করছেন তিনি। সেইসঙ্গে 4G/5G কোয়ালকম টেকনোজলিসের বিশ্বেজুড়ে 5G-র পরিকাঠামো গঠনে করতে চায় বলেই জানা গেছে। রিলায়েন্স জিও-র 5G এন আর প্রোডাক্টের সঙ্গে যুক্ত হয়, ভারতে দ্রুত গতির 5G ইন্টারনেট পরিষেবা গঠনই যে তাদের লক্ষ্য, সেকথাও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!