এখন পড়ছেন
হোম > অন্যান্য > আর কিছুদিনের মধ্যেই কি আসতে চলেছে কোভিড টিকা, কেন্দ্রের নির্দেশ নিয়ে জল্পনা তুঙ্গে!

আর কিছুদিনের মধ্যেই কি আসতে চলেছে কোভিড টিকা, কেন্দ্রের নির্দেশ নিয়ে জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের টিকা নিয়ে এতদিন ধরে নানা তথ্য সামনে এসেছে। সেখানে কোথাও বলা হয়েছে করোনা টিকা বাজারে আসতে আর বেশি দেরি নেই, আবার কোথাও বলা হয়েছে করোনা টিকা বাজারে আসলেও তার উৎপাদন এবং বন্টন অনুসারে সাধারণ মানুষের কাছে আসতে সময় লাগবে বেশ কিছুটা।

বস্তুত সাধারণ মানুষের কাছে যেখানে করোনা ভ্যাকসিন আবিষ্কার সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে নিত্যনতুন এধরনের কথায় মানুষ বিব্রত হচ্ছে, সে কথা অস্বীকার করা যায় না। সেইসঙ্গে দেশে যেভাবে করোনা ভাইরাস তার সংক্রমণ ছড়াচ্ছে, সে কথা কারোর অজানা নয়। আর তাই এমন পরিস্থিতিতে ভ্যাকসিন সংক্রান্ত যে কোনো তথ্যই যে মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সে কথা আলাদা করে বলে দিতে হয় না।

তবে সম্প্রতি জানা গেছে কেন্দ্র থেকে রাজ্যগুলিকে টিকাকরণের সুবিধার্থে আগে থেকেই প্যানেল তৈরি করার কথা বলে দেওয়া হয়েছে। যদিও এর আগে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং প্রধানমন্ত্রীকে দেশে করোনা টিকা উৎপাদন এবং বন্টন সম্পর্কে অনেক কথা বলতে শোনা গিয়েছিল। তবে তারই মধ্যে এহেন কথা স্বভাবতই আশার আলো দেখতে শুরু করেছে দেশবাসী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সেই সঙ্গে করোনাভাইরাস টিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে গুজব ছড়াতে শুরু করেছে, তা নিয়েও কেন্দ্র তৎপর হতে নির্দেশ দিয়েছে রাজ্যগুলিকে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ একটি চিঠিতে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে মুখ্য সচিবের সভাপতিত্বে রাজ্য স্টিয়ারিং কমিটি, অতিরিক্ত মুখ্য সচিব বা প্রধান সচিব(স্বাস্থ্য)-এর নেতৃত্বে রাজ্য টাস্ক ফোর্স ও জেলা শাসকের নেতৃত্বে জেলা টাস্ক ফোর্স গঠন করতে বলেছেন বলে জানা গেছে।

শুধু তাই নয়, ওই চিঠিতে আরও বলা হয়েছে, কোভিড-১৯ টিকা চলে এলে কমিটি যেন জন ভাগিদারীতে গুরুত্ব দেয়। তবে সেইসঙ্গে কোভিড-১৯ টিকাকরণের জন্য যে আরও বছরখানেক লাগবে, সেই কথাও জানা গেছে। তবে এক্ষেত্রে ভ্যাকসিন এলেও তার বন্টন স্বাস্থ্য পরিষেবার কর্মীদের দিয়েই শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সেইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, রাজ্য ও জেলা স্তরে কমিটিগুলির জন্য নীতি ঠিক করতে যাতে তারা কোল্ড চেনের প্রস্তুতি, কার্যক্রমের পরিকল্পনা, ভৌগোলিক অঞ্চল ও দুর্গম স্থানগুলিতে পৌঁছনোর ব্যবস্থা করতে পারে সেই দিকে যেন নজর রাখা হয়। সেই সঙ্গে কেন্দ্র রাজ্য টাস্ক ফোর্স গুলিকে নির্দেশিকা দেবে।

এক্ষেত্রে তহবিল ও কার্যক্রমের বিস্তর, জেলাগুলির পরিকল্পনা ও কোভিড-১৯ টিকাকরণ রূপায়নের জন্য, এছাড়া অন্য রুটিন টিকাকরণও যাতে ব্যহত না হয়, তা দেখার জন্য বলা হবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!