এখন পড়ছেন
হোম > জাতীয় > আস্থা ভোটে আজ হতে চলেছে বড় খেলা,জিতবে কে?

আস্থা ভোটে আজ হতে চলেছে বড় খেলা,জিতবে কে?

খেলোয়াড়দের কলাকুশলীতেই মোড় ঘুরে যায় খেলার। কখনো ময়দানে নেমেই দল সামলান খেলোয়াররা। কখনো বা মাঠে না নেমেই পেছন থেকে কলকাঠি নাড়ার মাধ্যমেই বদলে যায় দাবার ঘুঁটির চাল। আস্থা ভোট নিয়ে সেরকমই কিছু খেলা চলছে এখন রাজনৈতিলদলগুলোর অন্দরে। আস্থা ভোটের আগেই বিজেপি শিবিরে স্বস্তির বার্তা এল। জানা গেছে এনডিএ শরিক বিজেডি এবং এআইএডিএম ভোটের দিন উপস্থিত না থেকেই বিজেপির পাশে দাঁড়াবে। ওদিকে, শিবসেনা বিজেপির দিকে ঝুঁকছে কিনা এ ব্যাপারে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

সঞ্জয় রাউত এদিন বলেছেন,এ ব্যাপারে শিবসেনার হাইকমান্ডার উদ্ধব ঠাকরে যা সিদ্ধান্ত নেবপন সেটাই চূড়ান্ত হবে। তবে জাতীয় বিজেপি সুপ্রিমো অমিত শাহ আবার দাবী করেছেন, শিবসেনা বিজেপিকেই সমর্থন জানিয়েছে। এছাড়া জানা যাচ্ছে, তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)- কংগ্রেসের বিরুদ্ধে থাকার জন্য ভোটের দিন অনুপস্থিত থাকবে।

 

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত, লোকসভার বাদল অধিবেশন শুরু হয়েছে দুদিন আগে। লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় সরকারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে কংগ্রেস,তৃণমূল,টিডিপি,সপা-সহ মোট ১২ টি বিরোধীদল অনাস্থার প্রস্তাব তোলে। উল্লেখ্য,এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা দাবী করে টিডিপির তরফ থেকে এসেছিল অনাস্থার প্রস্তাব। প্রথমে অনাস্থার প্রস্তাব গ্রহণ করা হবে না বললেও অধিবেশনের প্রথমদিনই সেই প্রস্তাবে শীলমোহর লাগিয়ে দেন অধ্যক্ষ সুমিত্রা মহাজন। একাধিক ইস্যুতে বিজেপিকে কোনঠাসা করতে বিরোধীরা ছক কষলেও এই আস্থা ভোটে বিজেপির জয় অবধারিত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ।

তবুই হিসাব নিকাশ করেই মাস্টারপ্ল্যান করেছে বিরোধীরা। এদিন এ প্রসঙ্গেই আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপির বাজি উল্টে দেওয়ার বার্তাই শোনা গেল ইউপিএ-র চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মুখে। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, “কে বলেছে আমাদের পক্ষে সংখ্যা(কেন্দ্রীয় সরকারকে হারানোর মতো) নেই?” যদি,আস্থা ভোটে বিরোধীদের হার হয়,তবে তাঁদের মুখে কুলুপ এঁটেই থাকতে হবে অধিবেশনের বাকি দিন গুলোতে। আর এই সুযোগেই একাধিক বিল পাশ করানোর প্ল্যান রয়েছে মোদী সরকারের। এই মুহূর্তে আস্থা ভোট নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ জাতীয় রাজনৈতিক স্তরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!