এখন পড়ছেন
হোম > জাতীয় > আস্থা ভোটে জেতার পাশাপাশি 2019 এ নতুন শরিকের খোঁজ পেয়ে গেল বিজেপি

আস্থা ভোটে জেতার পাশাপাশি 2019 এ নতুন শরিকের খোঁজ পেয়ে গেল বিজেপি

বিজেপিতে 15 বিজেপির নিজের 272 জন সাংসদ থাকলেও জোট শরিক নিয়ে মোট সাংসদ সংখ্যা 300 পড়েছিল। কিন্তু আজ অনুপস্থিত ছিল শিবসেনা। সুতরাং বিজেপি আস্থাভোটে 272 এর আশেপাশে ভোট পাবে এটাই ছিল প্রত্যাশিত। কিন্তু বাস্তবে দেখা গেল বিজেপির ভোট দাঁড়ালো 325 টি। তাহলে এই অতিরিক্ত ভোট এলো কোথা থেকে উঠেছে প্রশ্ন?সূত্রের খবর, তামিলনাড়ুর এ আই এ ডি এম কে সাংসদরা প্রধানমন্ত্রীর পক্ষে ভোট দিয়েছেন। সুতরাং এই পদক্ষেপ থেকে জল্পনা ছড়িয়েছে 2019 এ দক্ষিণের রাজনীতিতে মোদীর পাশে পাবেন তামিলনাড়ুর এই দলকে। এছাড়াও আজ ফেডারেল ফ্রন্ট এ অন্যতম উদ্যোক্তা তেলেঙ্গানার টিআরএস অনুপস্থিত ছিল এবং প্রধানমন্ত্রীর কথায় যা ইঙ্গিত পাওয়া গেল তাতে আগামী দিনে মমতার হাত ছেড়ে কেসিয়ার বিজেপির সঙ্গে যুক্ত হতে পারেন। সুতরাং সব মিলিয়ে আস্থা ভোট জেতার পাশাপাশি ফেডারেল ফ্রন্ট এ ভাঙ্গন ধরানো এবং নতুন জোট সঙ্গী খুঁজে পেয়ে খুশির হাওয়া গেরুয়া শিবিরে।

 

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!