এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদীর প্রধানমন্ত্রী হওয়ার ভবিষ্যৎবাণী করা প্রখ্যাত জ্যোতিষীর প্রয়াণ! শোকের ছায়া দেশজুড়ে

মোদীর প্রধানমন্ত্রী হওয়ার ভবিষ্যৎবাণী করা প্রখ্যাত জ্যোতিষীর প্রয়াণ! শোকের ছায়া দেশজুড়ে


প্রয়াত হলেন বিখ্যাত জ্যোতিষবিদ বেজন দারুওয়ালা। জানা গেছে প্রয়ানকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সূত্রের খবর গত শুক্রবার আমেদাবাদের একটি হসপিটালে করোনা আক্রান্ত হয়ে স্ত্রী এবং দুই পুত্রকে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে পরিবারের লোকজন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টিকে অস্বীকার করে জানিয়েছেন বেজন দারুওয়ালা নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যান।

অন্যদিকে জানা গেছে আমেদাবাদ পৌর কর্পোরেশন যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে মারা যাওয়ার আগে জ্যোতিষীর করোনা রিপোর্ট পজিটিভ ছিল। এছাড়াও তাঁর ফুসফুসে জল জমে যাওয়ার কারণে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং শ্বাসকষ্টজনিত কারণে তাঁর মৃত্যু হয়। জানা গেছে বিগত হাজার বছরে ১০০ জন বড় বড় জ্যোতিষীদের মধ্যে বেজন দারুওয়ালা একজন ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মানুষের জীবনের সঠিক পথ বেছে নেওয়ার সঠিক পরামর্শ দিতে সহায়তা করতেন তিনি। এমনকি জানা গেছে শুধুমাত্র সাধারন মানুষই নয় দেশে তাবড় তাবড় নেতা ছাড়াও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভবিষ্যৎবাণী করেছিলেন এই জ্যোতিষী। সূত্রের খবর এই জ্যোতিষী নরেন্দ্র মোদীর দুবার প্রধানমন্ত্রী হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন একবার ২০১৪ সালে এবং দ্বিতীয়বার ২০১৯ সালে। জানা গেছে দেশের নানা সংবাদপত্রের জ্যোতিষশাস্ত্র বিভাগে তিনি নিয়মিত কলাম‌ও লিখতেন।

একদিকে যেমন জ্যোতিষ শাস্ত্রে তিনি অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন অন্যদিকে জীবনের শুরুর দিকে বেজান দারুওয়ালা আমেদাবাদে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। জানা গেছে তিনি শ্রী গণেশের নিয়মিত পুজারি ছিলেন। সূত্রের খবর আইচিং, ট্যারোট, সংখ্যা বিজ্ঞান, বৈদিক ও পাশ্চাত্য জ্যোতিষ এবং কাবালাহ নিয়ে রীতিমত নিয়মিত চর্চার মাধ্যমে মানুষের জীবনে ভবিষ্যৎবাণী করতেন।

কার্যত মানুষের জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই তার ভবিষ্যৎবাণী মিলে যেত বলেই জানা গেছে। তাঁর প্রয়াণে শোকাহত হয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী শুক্রবার টুইটারের মাধ্যমে তাঁর প্রতি শোক বার্তা জ্ঞাপন করে জানিয়েছেন,‘আমি তার অন্তর্হিত আত্মার শান্তি কামনা করি’। তবে সূত্রের খবর তার স্ত্রী গুলি এবং পুত্র নাস্তুর ও চিরাগের মধ্যেও তাঁর এই জ্যোতিষ চর্চা জীবিত থাকবে বলে মনে করছেন জনসাধারণ। যদিও তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!