এখন পড়ছেন
হোম > জাতীয় > আসাউদ্দিন ওয়েইসির ফুরফুরা শরীফে আগমন সম্পর্কে বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ

আসাউদ্দিন ওয়েইসির ফুরফুরা শরীফে আগমন সম্পর্কে বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের বিধানসভা নির্বাচনে মোট ২০ টি আসনে প্রার্থী দিয়ে ৫ টি আসনে জয়লাভ করেছে আসাউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম। এরপরই পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন আসাউদ্দিন ওয়েইসি। মালদহ, মুর্শিদাবাদ সহ একাধিক সংখ্যালঘু অধ্যুষিত জেলায় নিজেদের দলীয় সংগঠনকে শক্তিশালী করার কাজে নেমে পড়েছে এআইএমআইএম। এই পরিস্থিতিতে ফুরফুরা শরীফে গিয়ে আজ আব্বাস সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করলেন আসাউদ্দিন ওয়েইসি। তাঁদের এই বৈঠক নিয়ে জল্পনা ছড়ালো রাজ্য রাজনীতিতে। তবে, তাঁদের এই বৈঠককে একেবারেই গুরুত্ব দিলো না রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আজ সকালে ফুরফুরা শরীফে গিয়ে আব্বাস সিদ্দিকীর সাক্ষাৎ করলেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসি। বেশ কিছুক্ষণ ধরে তাঁদের এই সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন আসাউদ্দিন ওয়েইসি। সংবাদ মাধ্যমে তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গে তাঁর দল কাজ শুরু করে দিয়েছে। ফুরফুরা শরীফের আব্বাস উদ্দিনের নেতৃত্বে এগিয়ে যাবে তাঁর দল। তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি সংবাদমাধ্যমে। যাকে ঘিরে তীব্র শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত আব্বাস সিদ্দিকী শাসকদল তৃণমূলের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে একটি নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলকে ধাক্কা দিতে। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বেশ কিছু জনসভায় তিনি তীক্ষ্ণ কটাক্ষ করেছেন। এবার তাঁর সঙ্গেই সঙ্গবদ্ধ হয়ে চলার বার্তা দিলেন মিম প্রধান। তবে বিষয়টিকে গুরুত্ব দিলো না রাজ্যের শাসক দল তৃণমূল একেবারেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসি যে পশ্চিমবঙ্গে আসতে চলেছেন, তা আগেই ঘোষণা করেছিলেন তিনি। তবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে তাঁর বৈঠকটি একটি নতুন ব্যাপার। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, আসাউদ্দিন ওয়েইসি নিশ্চয়ই বুঝে গেছেন যে, বাংলায় কোন প্রভাব খাটাতে পারবেন না তিনি। সাংসদ দাবি করেছেন যে, বাংলায় উর্দুভাষী মুসলমানের সংখ্যা অত্যন্ত কম। তাই ফুরফুরার পীর সাহেবদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন মিম প্রধান।

তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, তিনি মনে করছেন আসাউদ্দিন ওয়েইসির এই প্রচেষ্টায় কোন তেমন কোন লাভ হবে না। কারণ মানুষ জেনে গেছে আসাউদ্দিন ওয়েইসি বিজেপির হয়ে ভোট কাটবার দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেছেন অমিত শাহের নির্দেশেই চলেন আসাউদ্দিন ওয়েইসি। তাই তাঁকে সমর্থন করার অর্থই হলো বিজেপিকে সমর্থন করা।

সাংসদ দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নিরাপদে ও আনন্দে রয়েছেন। তাই তিনি বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের তিনি মিমকে প্রত্যাখ্যান করার আর্জি জানালেন। তিনি জানালেন হিন্দু-মুসলমান সকলকে নিয়েই চলে তৃণমূল দল।

তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন, বিহারে মিমের জেতা চারটি আসন পশ্চিমবঙ্গের সীমানাবর্তী হলেও, সেখানকার মুসলমানদের মধ্যে অধিকাংশ হলেন উর্দুভাষী। কিন্তু, পশ্চিমবঙ্গের ৯০ শতাংশ মুসলমান হলেন বাংলাভাষী। তাই এখানে কোন প্রভাব ফেলতে পারবেন না আসাউদ্দিন ওয়েইসি। তিনি জানালেন, রাজ্যের ৩০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত মানুষের মুখ্যমন্ত্রী ও তৃনমূলের উপরে বিশ্বাস ও ভরসা আছে। এ কারণেই তাঁরা মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন ও তৃণমূলকে সমর্থন করবেন বলে, আশা প্রকাশ করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!