এখন পড়ছেন
হোম > জাতীয় > অস্বস্তি বাড়িয়ে শাসকদল তৃণমূলকে কটাক্ষ করে টুইট করলেন প্রধানমন্ত্রী, বাড়ছে জল্পনা

অস্বস্তি বাড়িয়ে শাসকদল তৃণমূলকে কটাক্ষ করে টুইট করলেন প্রধানমন্ত্রী, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত রবিবার হলদিয়াতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেদিন ছিল রাজ্যে তাঁর প্রথম রাজনৈতিক সভা। হলদিয়ার মঞ্চ থেকে বিভিন্ন বিষয়ে শাসক দলকে কঠোরভাবে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার হলদিয়া থেকে দিল্লি যাবার পরই হলদিয়ার ভাষণের একটি অংশ তুলে ধরে এক বিশেষ টুইট করলেন প্রধানমন্ত্রী। এই টুইটে প্রধানমন্ত্রী লিখলেন, ” দুর্নীতি নয়, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলা ”

গতকাল রাতে এই টুইটটি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই টুইটে তিনি লিখেছেন যে, বাংলার মানুষ দুর্নীতি নয়, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে থাকেন। এই টুইটে প্রধানমন্ত্রী হলদিয়ার সভাতে তাঁর বক্তব্যের একটি অংশ তুলে ধরেছেন। সেদিন বক্তব্যের শুরুতে বাংলা ভাষায় বক্তব্য রাখতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। এই অংশটি তিনি তুলে ধরেছেন। সেইসঙ্গে বাংলার সংস্কৃতির কথা তুলে ধরেছেন তিনি। তুলে ধরেছিলেন হলদিয়ার সমৃদ্ধি ও গুরুত্বের কথাও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত রবিবারের জনসভা থেকে শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন ক্রমশ পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ? সে প্রশ্ন তুলতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, কংগ্রেস,বাম,তৃণমূলের শাসনকালে রাজ্যের কোন উন্নতি হয়নি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন যে, মমতার পরিবর্তে বাংলার মানুষ নির্মমতার শিকার হয়েছেন।

তৃণমূলকে তীব্র কটাক্ষ করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ” ফুটবল ভালোবাসে বাংলা। আর তাই ফুটবলের ভাষায় বলতে চাই, একের পর এক ফাউল করে ফেলেছে তৃণমূল। অপশাসনের, বিরোধীদের উপরে হামলা, হিংসা,দুর্নীতি ও বাংলার মানুষদের টাকা লোটার ফাউল। সব দেখছেন মানুষ। শীঘ্রই তৃণমূলকে রামকার্ড দেখাতে চলেছে বাংলা। ”

সেদিনের বক্তব্যের পর গতকাল রাজ্যসভা থেকেও প্রধানমন্ত্রী কটাক্ষ করেছিলেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। এরপর গতকাল রাতেই রাজ্য সরকারের প্রতি তাঁর এই টুইট বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক বিশ্লেষকদের দাবি। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী, এমনটাই বিজেপি সূত্রের খবর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!