এখন পড়ছেন
হোম > জাতীয় > অত্যন্ত সঙ্কটজনক অটল বিহারি বাজপেয়ী -এইমস থেকে লাইভ আপডেট – দুপুর ১২:৩০ টা

অত্যন্ত সঙ্কটজনক অটল বিহারি বাজপেয়ী -এইমস থেকে লাইভ আপডেট – দুপুর ১২:৩০ টা


ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। গতকাল থেকে তাঁর অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তাঁকে দেখতে দিল্লির এইমস চত্ত্বরে একে একে পৌঁছচ্ছেন বিজেপির সব হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। সকাল ১০:৩০ টার সময় তাঁর শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বুলেটিন প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে সকাল ১১:৩০ টা করা হয়েছে। তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার লাইভ আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে এইমস চত্ত্বরে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি। প্রতি মুহূর্তের আপডেট আপনার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে।

১. প্রকাশ জাভড়েকর হাসপাতালে পৌঁছালেন
২. পৌঁছালেন শাহানাহাজ হুসেন
৩. এইমসে পুঁছলেন আর পি সিং
৪. মনীষ শিশোদিয়া এসে পৌঁছালেন হাসপাতাল চত্ত্বরে
৫. লালজি ট্যান্ডন জানালেন, অটল বিহারি বাজপেয়ীর অবস্থার খুব বেশি উন্নতি আর সম্ভব নয়
৬. শাহানাহাজ হুসেন জানালেন, সারা দেশের প্রার্থনা অটল বিহারি বাজপেয়ির প্রয়োজন
৭. ৯৩ বছর বয়সী অটল বিহারি বাজপেয়ীর মেডিকেল বুলেটিন আরো এক ঘন্টা বাদে প্রকাশিত হবে বলে জানা গেছে

১. বুক, কিডনি ও মূত্রনালীতে সংক্ৰমন নিয়ে হাসপাতালে ভর্তি হন অটল বিহারি বাজপেয়ী
২. প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না
৩. প্রায় ৯ সপ্তাহ হাসপাতালে ভর্তি অটল বিহারি বাজপেয়ী
৪. গতকাল রাত্রে প্রায় ৫০ মিনিট হাসপাতালে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
৫. হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে প্রাক্তন প্রধানমন্ত্রীর
৬. অটল বিহারি বাজপেয়ির সারা দেশের প্রার্থনা দরকার জানালেন বিজেপি শীর্ষনেতা
৭. প্রাক্তন প্রধানমন্ত্রীর অরিগ্যা কামনায় যজ্ঞ শুরু লক্ষ্নৌ ও আহমেদাবাদে
৮. হাসপাতালে এসে পৌঁছেছেন অটল বিহারি বাজপেয়ির পরিবারের সদস্যরা
৯. আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
১০. এখনো মেডিকেল বুলেটিন প্রকাশ করল না হাসপাতাল কর্তৃপক্ষ, কখন বের করা হবে কিছু জানা যাচ্ছে না
১১. অসমর্থিত সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছালে তবেই প্রকাশিত হতে পারে এই বুলেটিন
১২. আবার ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে

১. বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বেরিয়ে গেলেন হাসপাতাল থেকে
২. কাল রাত থেকেই লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন অটল বিহারি বাজপেয়ী
৩. দুপুর ২:৫০ এর বিমানে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
৪. জয়প্রকাশ নাড্ডা হাসপাতালে পৌঁছালেন
৫. হাসপাতালে রবি শঙ্কর প্রসাদ
৬. হাসপাতালে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু
৭. অটল বিহারি বাজপেয়ির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিজেপির তরফ থেকে সমস্ত বৈঠক বাতিল করা হয়েছে
৮. আবারো প্রেস রিলিজ এইমসের তরফে – দুলাইনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকালের অবস্থা থেকে কোনো উন্নতি হয় নি
৯. এইমস চত্ত্বরে নিরাপত্তা ক্রমশ কঠিন করা হচ্ছে
১০. আশেপাশে অস্থায়ী দোকান ও গাড়ি সরিয়ে দেওয়া হচ্ছে
১১. অটল বিহারি বাজপেয়ির দিল্লির বাসভবনেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে
১২. কৈলাশ বিজয়বর্গীয় হাসপাতাল চত্ত্বরে
১৩. ১১:৩০ টায় মেডিকেল বুলেটিন দেওয়ার কথা থাকলেও এখনো তা প্রকাশ করা হয় নি
১৪. নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার কথায়, ওষুধে বা চিকিৎসায় সারা দিচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী
১৫. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাত্রের পর আজ আবার আসতে চলেছেন হাসপাতালে

১. প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
২. এনডিএর অন্যতম নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দিল্লি যাচ্ছেন
৩. দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এইমস পৌঁছাচ্ছেন
৪. কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও এইমসের পথে
৫. অটল বিহারি বাজপেয়িকে দেখতে হাসপাতালে পৌঁছালেন লালকৃষ্ণ আডবাণী
৬. হাসপাতালে পৌঁছেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ
৭. চিকিৎসাকারী দল সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না, শুধুমাত্র প্রেস রিলিজ পাঠানো হচ্ছে
৮. তবে পরবর্তী মেডিকেল বুলেটিন প্রকাশের সময় অটল বিহারি বাজপেয়ির চিকিৎসকরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে
৯. এইমসে সাধারণত সাংবাদিকদের গতিবিধিতে বিধিনিষেধ থাকলেও, আজ সাংবাদিকদেরও মেডিকেল বুলেটিন প্রকাশের সময় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে
১০. হাসপাতালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
১১. এসে পৌঁছালেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং
১২. মুক্তার আব্বাস নকভি জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা একই রকম
১৩. চিকিৎসায় সারা দিচ্ছেন না অটল বিহারি বাজপেয়ী বলে অসমর্থিত সূত্রের খবর
১৪. হাসপাতালে সুষমা স্বরাজ
১৫. হাসপাতালে ধর্মেন্দ্র প্রধান

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!