এখন পড়ছেন
হোম > জাতীয় > গুরুতর অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী, ভর্তি এইমস-এ

গুরুতর অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী, ভর্তি এইমস-এ


একসময়ে লৌহমানব বলেও পরিচিত ছিলেন তিনি। রাজনীতিতে তাঁর মতো ব্যাক্তিত্বের মুখ থেকে বাক্যবানে কার্যত ভাষা হারিয়ে যেত বিরোধীদের। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। এবারে ফের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়িকে ভর্তি করা হল দিল্লীর এইমস- হাসপাতালে। হাসপাতার সূত্রে জানা গেছে, 93 বছর বয়সের অটলবিহারী বাজপেয়ীকে রুটিন চেকআপের জন্যই ভর্তি করা হয়েছে। সাথে সাথে এও জানা গেছে যে, গত তিন দশকের বেশি সময় ধরে চিকিৎসক রনদীপ গুলেরিয়ার তত্তাবধানে চিকিৎসা চলছে এই প্রাক্তন প্রধানমন্ত্রীর। এবারেও এই চিকিৎসকেরই অধীনে তিনি ভর্তি হয়েছেন। অটলবিহৃরী বাজপেয়ীর খ্যাতনামা এই চিকিৎসক এইমসের ডিরেক্টর এবং নিজেও একজন পালমোনোলজিস্ট।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অটলবিহারী বাজেপেয়ী এমন একজন প্রধানমন্ত্রী, যিনি কংগ্রেসকে বাদ দিলে প্রথম অকংগ্রেসী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে টানা 5 বছর ক্ষমতায় ছিলেন। পদ্মবিভূষন, ভারতরত্ন উপাধিতেও ভূষিত হন এই প্রাক্তন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, অটলবিহারী বাজপেয়ীর জন্ম 1924 সালে। 1942 এ ভারত ছাড়ো আন্দোলনের সময় রাজনীতিতে যুক্ত হন তিনি। জানা যায়, অটলবিহারী বাজপেয়ীই প্রথম বিদেশমন্ত্রী হিসাবে রাষ্ট্রসংঘে হিন্দিতে ভাষন দিয়েছিলেন।  তবে এখন এই প্রাক্তন প্রধানমন্ত্রী সুস্থতাই কামনা করছেন তাঁর পরিবার,পরিজন ও একান্ত অনুরাগীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!