এখন পড়ছেন
হোম > জাতীয় > অটল বিহারি বাজপেয়ীকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী, কড়া নির্দেশিকা দলীয় কর্মীদের

অটল বিহারি বাজপেয়ীকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী, কড়া নির্দেশিকা দলীয় কর্মীদের


দেশের সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ী সম্পর্কে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে বর্তমান সময়ের অন্য বিজেপি নেতাদের থেকে একদম পৃথক ধারণা পোষণ করে তা আবারও স্পষ্ট। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই কথা জানালেন।

পরিষ্কার ভাষায় এদিন তিনি জানিয়ে দিলেন তিনি অটলবিহারী বাজপেয়ীকে নিয়ে কোনো রকম কুকথা কোনো ভাবেই সহ্য করবেন না। দলের সকল সদস্যদের প্রতি এই প্রসঙ্গে তিনি এক প্রকার নিষেধাজ্ঞা জারী করলেন। প্রসঙ্গত অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পূর্ণমন্ত্রী হয়েছিলেন। প্রবীণ এই নেতার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সুসম্পর্ক ও ছিলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের বর্তমান বিজেপি সরকারের প্রতি অসন্তুষ্ট হলেও এবং বিরোধীতা করলেও ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গে সবসময়েই যোগ্য সম্মান প্রদর্শন করেছেন। এমনকি তিনি বিজেপি দলের বর্তমান নেতাদের সাথে প্রবীন নেতাদের বিস্তর ফারাক একথাও জানিয়েছেন একাধিকবার।সেই কারণেই বিজেপির প্রতি বিদ্বেষ মনোভাবাপন্ন হলেও অটলবিহারী বাজপেয়ীতে নমনীয় থাকার নির্দেশ জারি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত অটলবিহারী বাজপেয়ীর প্রয়ানের পরে অটলজির প্রতি অসম্মানজনক কথা লিখে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন  এবং তাঁরা নিজেদের তৃণমূল সমর্থক বলেও দাবি করেছেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই নানারকম বাধার সৃষ্টি করা হয়েছে অটলবিহারী বাজপেয়ীর স্মরণসভায় এমন অভিযোগ এসেছে বিজেপির তরফ থেকে। এছাড়া এদিকে অটলজি তাঁর ব্যাক্তিত্বে শুধু দেশের বিজেপি নেতা বা বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন না.তিনি ছিলেন দেশের নেতা.সমস্ত দল মত নির্বিশেষে তাঁকে সম্মান করতেন ও করেন সকলে। ফলে তৃণমূল সমর্থকদের এহেন কাজকর্মে যে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছিলো তা বলার অপেক্ষা রাখে না। তবে নেত্রীর এহেন নির্দেশে তাতে অনেকটাই প্রলেপ পড়লো বলে মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!