এখন পড়ছেন
হোম > জাতীয় > অটল বিহারি বাজপেয়ীর চিতাভস্ম ভাসানো হবে এ রাজ্যেও, আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রীকেও

অটল বিহারি বাজপেয়ীর চিতাভস্ম ভাসানো হবে এ রাজ্যেও, আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রীকেও


প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভষ্ম এবার রাজ্যে আসছে। প্রসঙ্গত দলের পক্ষ থেকে প্রিয় নেতার স্মরণে দেশের বিভিন্ন হিন্দু তীর্থক্ষেত্রে এই চিতাভষ্ম বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা মতোই আগামী সোমবার গঙ্গাসাগরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি বিসর্জন দেওয়া হবে।

হিন্দু ধর্মানুসারে ভারতের পরিসীমার মধ্যে গঙ্গাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্রে। তাই এই গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে অটল বিহারী বাজপেয়ির চিতাভস্ম আনতে কাল দিল্লি যাচ্ছেন রাজ্যের নেতারা।  এরপর তা গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হবে।

এছাড়া আগামী ২৫ শে অগষ্ট কলকাতায় বাজপেয়ীর স্মরণসভার আয়োজন করা। জানা গিয়েছে যেখানে সব দলকেই আমন্ত্রণ জানানো হবে। তবে বিজেপি দলের আমন্ত্রনে বিরোধী রাজনৈতিক দলগুলি সাড়া দেবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিজেপি সূত্রের খবর অনুযায়ী,  প্রয়াত বিজেপি নেতার স্মরণসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের মন্ত্রী ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া আমন্ত্রিতদের তালিকায় থাকছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান, CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি সহ অনেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যদিও বিরোধীদের মতে লোকসভা নির্বাচনের আগে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি জনগনের ভাবাবেগকে কাজে লাগাতে এবং স্মরণসভায় রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়ে ‘সৌজন্যমূলক’ আচরণের বহিঃপ্রকাশ করে বিজেপি দল আসলে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই জন সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!