এখন পড়ছেন
হোম > জাতীয় > অটলবিহারি বাজপেয়ির জন্যই আজ দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন নরেন্দ্র মোদী? জেনে নিন বিস্তারিত

অটলবিহারি বাজপেয়ির জন্যই আজ দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন নরেন্দ্র মোদী? জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অটলবিহারি বাজপেয়ি। শুধু একটা নাম নয়, একটা ইতিহাস বললেও ভুল হবে না। আজ 16 আগস্ট দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটলবিহারি বাজপেয়ি মৃত্যুবার্ষিকী। ভারতবর্ষের মাটিতে তিনি এমন একজন নেতা ছিলেন, যার প্রশংসায় পঞ্চমুখ ছিল শাসক থেকে বিরোধী সকলেই। বর্তমানে ভারতবর্ষে বিজেপি সরকার রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার পেছনেও প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর যথেষ্ট ভূমিকা রয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, প্রবীণ সাংবাদিক বিজয় ত্রিবেদীর “হার নহি মানুঙ্গা – অটল এক জীবন গাথা” নামে একটি বই লিখেছেন। যার 12 নম্বর অধ্যায়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিল্লি নিয়ে আসার পেছনে অটল বিহারি বাজপেয়ির ভূমিকা রয়েছে বলে উল্লিখিত আছে। অর্থাৎ দিল্লি রাজনীতিতে নরেন্দ্র মোদির পথ প্রশস্ত করার পেছনে অটল বিহারীর ভূমিকা অনস্বীকার্য তাই বই থেকেই উঠে এসেছে বলে জানা গেছে।

বস্তুত, প্রায় অনেকেই জানেন না, দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন‌। জানা যায়, সেই সময় আমেরিকা থেকে পড়াশোনা করতেন নরেন্দ্র দামোদরদাস মোদী। আর তখনই ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি আমেরিকা সফরে গিয়েছিলেন।

তখন নরেন্দ্র মোদী অজ্ঞাতবাসে আমেরিকায় আছেন জানতে পেরে তিনি অটলবিহারী বাজপেয়ী বলেন, “এরকম পালিয়ে বেড়ালে কাজ চলবে না। কতদিন এখানে থাকবে! দিল্লি এসো।” আর এরপরই নরেন্দ্র মোদি দিল্লিতে চলে আসেন‌। তারপর দিল্লিতে বিজেপির পুরনো অশোক রোডের অফিসে একটি কামরা দিয়ে সংগঠনকে মজবুত করার দায়িত্ব দেওয়া হয় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে 2001 সালের অক্টোবর মাসের দিকে যখন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের সঙ্গে অটলবিহারি বাজপেয়ির দ্বৈরথ চলছিল, ঠিক তখনই কেশুভাইকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর চিন্তাভাবনা করা হয়। একের পর এক নির্বাচনে পরাজয় দেখে রীতিমত আঁতকে ওঠে ভারতীয় জনতা পার্টি। আর তারপরেই অটলবিহারি বাজপেয়ির নির্দেশে 2001 এর অক্টোবরে গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র দামোদর দাস মোদী।

স্বাভাবিকভাবেই অটল বিহারি বাজপেয়ি না থাকলে নরেন্দ্র মোদির গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া যে হত না, তা স্পষ্ট বিশেষজ্ঞদের কাছে। যার পরবর্তীকালে পথ চলতে চলতে আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসন দখল করেছেন নরেন্দ্র মোদী। অর্থাৎ অটলবিহারি বাজপেয়িই যে নরেন্দ্র মোদির বর্তমান সাফল্যের প্রধান চাবিকাঠি, তা নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!