এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আতঙ্ক বাড়িয়ে এবার রাজ্যেকরোনা আক্রান্ত এই আধিকারিকও, স্বাস্থ্যমহলে চিন্তার ভাঁজ

আতঙ্ক বাড়িয়ে এবার রাজ্যেকরোনা আক্রান্ত এই আধিকারিকও, স্বাস্থ্যমহলে চিন্তার ভাঁজ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি দিনদিন উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। প্রায় প্রতিদিন করোনা লক্ষ্যহীনভাবে বেড়ে চলেছে। করোনা পরিস্থিতি সামলাতে অবশ্য লকডাউন এখনও বর্তমান। তার সাথে আনলক ওয়ান শেষ হয়ে আনলক টু শুরু হওয়ার মুখে। কিন্তু দেখা যাচ্ছে, পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে প্রায় প্রতিদিন। রাজ্যের কনটেইনমেন্ট জোনের সংখ্যাও বেড়ে চলেছে পাল্লা দিয়ে। বাড়ছে রেড জোনের সংখ্যাও। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যে চরম আতঙ্কিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

আর এবার উদ্বেগ বাড়িয়ে খবর পাওয়া যাচ্ছে, করোনার নমুনা যে ল্যাবরেটরীতে পরীক্ষা হয় সেখানকার অধিকর্তাই করোনা আক্রান্ত হয়েছেন সম্প্রতি। ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের করোনা নমুনা পরীক্ষার যে ল্যাবরেটরী আছে, তার অধিকর্তা শান্তা দত্ত সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। প্রাথমিকভাবে করোনার লক্ষণ তাঁর দেহে ফুটে ওঠার পর তার শারীরিক টেস্ট হয় এবং তাতেই ধরা পড়ে যে তিনি করোনা সংক্রামিত।

এই মুহূর্তে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানা গেছে। তবে সূত্রের খবর, হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় শান্তা দত্তর এই মুহূর্তে শারিরীক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে জানা গেছে, শান্তা দত্ত ছাড়াও নাইসেডের আরেক অধিকর্তার শরীরেও বাসা বেঁধেছে করোনা। এই খবর সামনে আসার পরেই নাইসেডে কর্মরত প্রায় তিরিশ জনের শারীরিক নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে রাজ্য প্রশাসনের কপালে ভাঁজ ফেলে গত 24 ঘণ্টায় নতুন করে রাজ্যে সংক্রামিত হয়েছেন আরও 624 জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনো পর্যন্ত এই সংখ্যা রাজ্যের বুকে রেকর্ড তৈরি করেছে বলে খবর। জানা যাচ্ছে, এই মুহূর্তে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে 17 হাজার 907 জন। যার মধ্যে শুধু কলকাতার বুকেই 180 জন আক্রান্ত হয়েছেন নতুন করে করোনায়। অন্যদিকে আতঙ্ক বাড়িয়ে দেখা যাচ্ছে, রাজ্যের অ্যাকটিভ কেস বর্তমানে বেড়ে গিয়েছে কয়েক গুণ। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ওঠার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও।

অন্যদিকে বিশেষজ্ঞদের মত, আনলক ওয়ান শুরু হওয়ার পর থেকেই সংক্রমণ ক্রমাগত বেড়ে চলেছে। এ নিয়ে অবশ্য সম্প্রতি অনেক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আনলক ওয়ান শুরু হওয়ার পর থেকে লকডাউন এর গুরুত্ব কিছুটা হলেও হ্রাস পেয়েছে। সাধারণ মানুষ আনলক ওয়ান পালন করতে গিয়ে সচেতনতাকে পিছনে ফেলে রাস্তায় নেমে পড়েছেন। ফলস্বরুপ প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে রাজ্যে। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার এবার নতুন কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকে লক্ষ্য রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!