এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আতঙ্কের নাম ওমিক্রণ,বর্ষবরণের অনুষ্ঠান বাতিল কলকাতার একাধিক স্থানে,চলছে ব্যাপক পুলিশি অভিযান

আতঙ্কের নাম ওমিক্রণ,বর্ষবরণের অনুষ্ঠান বাতিল কলকাতার একাধিক স্থানে,চলছে ব্যাপক পুলিশি অভিযান


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কয়েকমাস ধরে রাজ্যে করোনার সংক্রমণ স্তিমিত হয়ে যাবার পর, কিছুদিন ধরে ফের নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ২০০০ এর গন্ডি অতিক্রম করেছে। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞ। এই পরিস্থিতিতে কলকাতার বেশ কিছু ক্লাব আজ রাতের বর্ষবরণ অনুষ্ঠানকে বাতিল করে দিয়েছে।

ক্যালকাটা সুইমিং ক্লাব, টলি ক্লাব রয়েল, ক্যালকাটা গলফ ক্লাব আজ রাতের বর্ষবরণ অনুষ্ঠান বাতিল করে দিল। চিকিৎসক মহলের পক্ষ থেকে তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। অন্যদিকে, আজ বর্ষবরণের দিনে সকলে যাতে করোনা বিধি মেনে চলে, সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে পুলিশের ব্যাপক নজরদারি চলছে। মাস্ক পরিধান না করে সেখানে পৌঁছলে, মাস্ক পরিধানের নির্দেশ দেয়া হচ্ছে, স্বাস্থ্যবিধি অমান্য করলে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ। বারবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে।

অন্যদিকে, পার্ক স্টিট এলাকাতে যাতে জনসমুদ্র না নামে, তার জন্য তৎপর পুলিশ। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ওয়াচ টাওয়ার করে, কুইক রেসপন্স টিম গঠন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ সোনারপুর এলাকায় মাস্ক না পরে বাইরে বেরোনোর কারণে বেশ কিছু মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!