এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আতঙ্কের ভবানীপুর! রাতের অন্ধকারে হানা দিল আগন্তুক কালো গাড়ি, চললো প্রবল মারধর

আতঙ্কের ভবানীপুর! রাতের অন্ধকারে হানা দিল আগন্তুক কালো গাড়ি, চললো প্রবল মারধর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভবানীপুরে যতই উপনির্বাচন কাছে আসতে শুরু করেছে, ততই বাড়তে শুরু করেছে হামলা, মারধর ও আতঙ্ক। গতকাল ভবানীপুরে যদুবাবুর বাজার এলাকায় প্রচারে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হন জনৈক বিজেপি কর্মী। বিজেপি সাংসদ অর্জুন সিংকেও প্রচারে বাধা দেয়া হয়। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর। এরপর গতকাল গভীর রাতে এক আগন্তুক কালো গাড়ি হানা দিল ভবানীপুরে। চললো হুমকি ও মারধর। আর এবারে আক্রমণের লক্ষ্য হলো তৃণমূল।

গতকাল রাতে দুজন তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে হঠাৎ একটি কালো গাড়ি এসে উপস্থিত হয়। এরপর তৃণমূল কর্মীদের হুমকি ও প্রবল মারধর চলে। এই ঘটনা সম্পর্কে তৃণমূল কর্মী সত্যদীপ মল্লিক জানালেন যে, গতকাল রাতে তাঁর বাড়ির সামনে যখন দাঁড়িয়ে ছিলেন তিনি। তখন একটি কালো গাড়ি হঠাৎ এসে উপস্থিত হয় তার সামনে। বেশ কয়েকজন ছিল সেই গাড়িতে। তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে, তারা তৃণমূল করেন কিনা?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠেছে, তিনি উত্তর দেবার আগেই তাদের ওপর চড়াও হয় এই ব্যক্তিরা। এরপর শুরু হয় প্রবল মারধর। তবে, এই ব্যক্তিদের তারা চিনতে পারেননি। তাদের গলায় গেরুয়া উত্তরীয় ছিল। তিনি জানিয়েছেন বালিগঞ্জ ফাঁড়ির দিকে এই গাড়িটিকে যেতে দেখা যায়। ভবানীপুর থানায় গিয়ে তারা অভিযোগ দায়ের করেছেন। বাইক নিয়ে তারা এই গাড়ির পিছু নিয়েছিলেন। তবে দ্রুত গাড়িটি বালিগঞ্জ ফাঁড়ির দিকে চলে যায়।

এই ঘটনায় প্রবল চাপানউতোর শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। এই ঘটনার জন্য বিজেপিকে সম্পূর্ণভাবে দায়ী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে, বিজেপির পক্ষ থেকে এখনও এই বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি। তবে, এই ঘটনা ভবানীপুরে আতঙ্কের পরিবেশ আরো বাড়িয়ে দিয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!