এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > অতর্কিত গুলি, বোমার আক্রমণে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হেভিওয়েট বিজেপি নেতা

অতর্কিত গুলি, বোমার আক্রমণে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হেভিওয়েট বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রাতে ক্রমাগত গুলি ও বোমা ছোড়া হল মিনাখাঁর বিজেপি নেতা কামাল গাজী বা বাবু মাস্টারের গাড়িকে লক্ষ্য করে। বসিরহাটে বিজেপির সভা শেষ করে ফিরছিলেন তিনি। মিনাখাঁ ফাঁড়ির কাছে তাঁর গাড়ি পৌঁছাতেই গুলি ও বোমা সহযোগে অতর্কিত হামলা চালানো হলো তাঁর গাড়িতে। গুরুতর আহত হয়েছেন বিজেপি নেতা কামাল গাজী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। বিজেপি নেতার ওপর এই প্রাণঘাতী হামলায় বিজেপি অভিযোগ করেছে রাজ্যে শাসক দল তৃণমূলকে।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে ক্রমশই বাড়ছে রাজনৈতিক সংঘর্ষের আবহ। মারামারি, হাতাহাতি, গুলি,বোমা, খুনাখুনি এখন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বসিরহাটের সভা থেকে নিজের গাড়িতে করে ফিরছিলেন বিজেপি নেতা কামাল গাজি। তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। গত ১৮ ই ডিসেম্বর তৃণমূল ছেড়ে দিয়েছিলেন তিনি। তারপর তিনি যোগদান করেছিলেন বিজেপিতে। উত্তর 24 পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ সভা থেকে ফেরার পথে বাসন্তী হাইওয়েতে স্পিড বেকারে যখন তাঁর গাড়ি থেমে যায়, তখনই অকস্মাত্ হামলা চলে তাঁর গাড়িতে। এলোপাতাড়ি হামলা করা হয় তাঁর গাড়িতে। জানা গেছে, তাঁর মাথায় বোমার স্‍‍প্লিন্টারের আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। হামলায় তুবড়ে, ঝাঁঝরা হয়ে গেছে তাঁর গাড়ি।

এই ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। বিজেপি নেতার গাড়ির বাঁ দিক থেকে হামলা করা হয়েছে বলে, অভিযোগ উঠেছে। মিনাখাঁর লাউহাটি ফাঁড়ির কাছে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কিভাবে তাঁর উপরে এই আক্রমণ করা হল? সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!