এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আঁটোসাঁটো নিরাপত্তা! উপ-নির্বাচন নিয়ে কড়া সিদ্ধান্ত কমিশনের!

আঁটোসাঁটো নিরাপত্তা! উপ-নির্বাচন নিয়ে কড়া সিদ্ধান্ত কমিশনের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কয়েকদিন পরেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বাংলায় যে কোনো নির্বাচনেই সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা। এমনকি এখন বিরোধীদের পক্ষ থেকে প্রতিটি নির্বাচনের আগেই দাবি করা হয়, রাজ্য পুলিশ দিয়ে নয়, বরঞ্চ কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করানো হোক। আর সেই মতো করেই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে এবার রাজ্যে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছে গিয়েছে। যার ফলে মনে করা হচ্ছে, এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখতে চাইছে নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, দিনহাটা, শান্তিপুর, গোসাবা এবং খড়দহ, এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী 30 অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তার খাতিরে এই চার কেন্দ্রের উপনির্বাচনে 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই তার প্রাথমিক পর্ব শুরু হয়ে গিয়েছে। মোট 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছে যাওয়ার কারণে নিরাপত্তা-ব্যবস্থা যে ঢালাও ভাবে সাজাতে চাইছে কমিশন, তা বলার অপেক্ষা রাখে না। বলা বাহুল্য, বাংলার প্রতিটি নির্বাচনেই অবাধ সন্ত্রাস হয় বলে অভিযোগ করে বিরোধীরা। তবে এবার যাতে আর সেরকম কোনো অভিযোগ না ওঠে, তার জন্য উপনির্বাচনেও রাজ্যে চলে এলো কেন্দ্রীয় বাহিনী। তবে কেন্দ্রীয় বাহিনীর তদারকিতে কতটা শান্তিপূর্ণ হয় চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!