এখন পড়ছেন
হোম > অন্যান্য > অতিবৃষ্টির পর এবার ভূমিকম্প- প্রাকৃতিক বিপর্যয়ের চাপে পড়ে অতিষ্ঠ উত্তরবঙ্গ

অতিবৃষ্টির পর এবার ভূমিকম্প- প্রাকৃতিক বিপর্যয়ের চাপে পড়ে অতিষ্ঠ উত্তরবঙ্গ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অতিবৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া গেলেও ভূমিকম্পের হাত থেকে আর রক্ষা পাওয়া গেলনা। বুধবার সকালে প্রবল ভূমিকম্প টের পাওয়া গেল উত্তরবঙ্গে। এই নিয়ে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। একদিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, বজ্রপাত নিয়ে উত্তরবঙ্গের মানুষ ব্যাপক বিপর্যয়ের মুখোমুখি, তার মধ্যেই নতুন করে ভূমিকম্প সেই আতঙ্ককে বেশ কয়েকগুণ বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে। তবে এই ভূমিকম্পের কারণে এখনো পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ কিছু অঞ্চল ও বালুরঘাটে আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্প হলেও তার মাত্রা অনেকটাই কম ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.2। কিন্তু সাতসকালে হঠাৎ করে ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ভূমিকম্প অনুভূত হওয়া মাত্রই সবাই ঘর থেকে বেরিয়ে পড়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। কিন্তু সেখানেও কম্পন ছিল মৃদু। একই সাথে আসামের গোয়ালপাড়াতেও আজ ভূমিকম্প হয় বলে জানা গেছে। সম্প্রতি বর্ষাকালের অতিবৃষ্টিতে নাজেহাল হতে হচ্ছে উত্তরবঙ্গবাসীকে। প্রবল বৃষ্টিতে ধ্বস নেমে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগেই কার্শিয়াং এর আগে তিনধরিয়া জাতীয় সড়কে ধ্বস নামে। যানচলাচল মধ্যে বন্ধ হয়ে যায়। শিলিগুড়ি থেকে দার্জিলিং বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তারপর এবার ভূমিকম্প। অন্যদিকে জানা যাচ্ছে, সোমবার রাতে রাজধানী দিল্লি এবং তার আশেপাশের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্পের টের পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে অবশ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। তবে ভূমিকম্প হলেও তার এপিসেন্টার কোথায় তা নিয়ে খোঁজখবর চলছে। তবে উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগ এই মুহূর্তে বড়োসড়ো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসাথে প্রায়শই হয়ে যাওয়া ভূমিকম্প বড়সড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত কিনা তা নিয়েও আলোচনা চলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!