এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অতিমারীর আবহে আগামী বছরের উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা সংসদের

অতিমারীর আবহে আগামী বছরের উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা সংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলির দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ। চলতি বছরের শুরুতে অল্প সময়ের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল, তবে সংক্রমণ বাড়তে থাকায় আবার তা বন্ধ করে দিতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সিলেবাস কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর উচ্চ মাধ্যমিকের ৪০% সিলেবাস কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও এই কাটছাঁট করা সিলেবাস জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এবছর করোনা সংক্রমণের কারণে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে, আগামী বছর পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে স্বাভাবিক ভাবে পরীক্ষা নেয়া হবে বলে, আশা প্রকাশ করছেন অনেকে। আর ইতিমধ্যেই একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীতে উন্নীত হয়েছে। তাই তাদের সম্পূর্ণ সিলেবাস থাকবে? নাকি কাটছাঁট করা সিলেবাস পড়ানো হবে? সেই প্রশ্ন ছিল অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মুখে। এবার বিষয়টি চূড়ান্ত করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা সংক্রমণ থাকার কারণেই সিলেবাস ছোট রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে গতকাল। যে নির্দেশিকাতে জানানো হয়েছে যে, শিক্ষা সংসদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, কমানো সিলেবাস ও পরিবর্তিত প্রশ্নের ধরনের নিরিখে আগামী বছরের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেয়া হবে। তবে, যে সমস্ত বিষয়ে লিখিত পরীক্ষা ৬০ নম্বর বা তার চেয়ে কম, সেই বিষয়গুলির ক্ষেত্রে সিলেবাস কমানো হবে না।

শিক্ষা সংসদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বিষয়ভিত্তিক সিলেবাস কতটা কমানো হয়েছে? ও প্রশ্নপত্র কি রকম থাকবে? সেজন্য ইতিপূর্বে সংসদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানানো হয়েছে। শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত বছরের ৯ ই ডিসেম্বর থেকে এ বছরের ২৫ সে মার্চ পর্যন্ত যে নোটিফিকেশনগুলো জারি করা হয়েছিল, বিষয়ভিত্তিক সিলেবাস কমানোর বিষয়ে সেই নোটিফিকেশনগুলো বহাল রাখা হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্ত যথেষ্ট আশ্বস্ত করেছে রাজ্যের পড়ুয়া ও অভিভাবকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!