এখন পড়ছেন
হোম > জাতীয় > অতিমাড়ির আবহে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আসতে চলেছে একাধিক নয়া নিয়ম-বিধি

অতিমাড়ির আবহে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আসতে চলেছে একাধিক নয়া নিয়ম-বিধি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য ও দেশজুড়ে চলা করোনা সংক্রমণকালীন সময়ে ইপিএফওর পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে বেশ কিছু নয়া নিয়ম-বিধি ও নয়া স্কিম ঘোষণা করা হলো। যার দ্বারা প্রয়োজনে একদিকে যেমন প্রফিডেন্ট ফান্ড থেকে তিন মাসের বেতন তুলে নেবার সুবিধা দেয়া হয়েছে। তার সঙ্গে আরো বেশ কিছু নয়া নিয়ম আনা হয়েছে। কোন সংস্থায় কর্মরত কোন ব্যক্তি তার কর্ম থেকে অব্যাহতি নেবার পর তিন মাসের মধ্যে তিনি যদি নতুন কোন চাকরি না পান, সে ক্ষেত্রে তার প্রভিডেন্ট ফান্ডের সমস্ত সঞ্চিত অর্থ তিনি তুলে নিতে পারেন। আবার চাকরি ছেড়ে দেবার এক মাসের মধ্যে প্রয়োজনে তিনি প্রভিডেন্ট ফান্ডে জমা থাকা ৭৫ শতাংশ অর্থ তুলে নিতে পারবেন।

সাধারণত, বেসরকারি সংস্থার চাকরি সর্বদা স্থায়ী হয় না। বেসরকারি সংস্থাতে কর্মরত ব্যক্তিরাও বিষয়টি ভালোভাবেই জানেন। একারণে খুব বেশী সময় ধরে কোন এক বিশেষ সংস্থায় অনেকেই স্থায়ী হন না। অনেকে দু’বছর, তিন বছর বা পাঁচ বছরের মধ্যে একটি সংস্থার চাকরি ছেড়ে অন্য একটি সংস্থায় চলে যান বেশী পরিমান সুযোগ-সুবিধা ও আর্থিক সুবিধার কারণে।

একটি সংস্থার চাকরি ছেড়ে দেওয়ার সময় সেই সংস্থাতে থাকাকালীন তার প্রভিডেন্ট ফান্ডে যে অর্থ থাকে, অনেকেই তার সমস্ত অর্থ তুলে ফেলেন। কিন্তু, এর ফলে ভবিষ্যতে তিনি সমস্যায় পড়তে হতে পারেন। কারণ এতে এককালীন বেশ কিছুটা টাকা হাতে হলেও, ভবিষ্যতের সঞ্চয় অনেকটা ব্যাহত হয়। যার ফলে পেনশনের ক্ষেত্রেও সমস্যা আসতে পারে। তাই এক্ষেত্রে পুরনো সংস্থার একাউন্টকে নতুন সংস্থার সঙ্গে জুড়ে দেয়ার নিদান দেওয়া হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, অবসর নেবার পর বেশ কয়েক বছর যদি তেমন অর্থের প্রয়োজন না থাকে, তবে আরও কয়েক বছর যাতে প্রভিডেন্ট ফান্ড একাউন্টে অর্থ রাখা যায়, তার ব্যবস্থাও করা হবে। এই সমস্ত কিছু নিয়েই বেশ কিছু নতুন স্কিম ও নতুন নিয়ম বিধি সামনে এনেছে ইপিএফও। নতুন স্কিম অনুযায়ী, কোন সংস্থার চাকরি ছেড়ে দেওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে তিন মাসের বেতন তুলে নেওয়া যাবে। তবে, এ ক্ষেত্রে সতর্ক করা হয়েছে যে, খুব দরকার হলে তবেই এই অর্থ তুলে নিতে। কেননা এতে ভবিষ্যতের সঞ্চয় অনেকটা ব্যাহত হবে।

ইপিএফওর পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোন একটি সংস্থার চাকরি ছেড়ে দেবার দু’মাসের মধ্যে যদি কোন নতুন সংস্থায় চাকরি না পাওয়া যায়, সে ক্ষেত্রে কেউ তার প্রভিডেন্ট ফান্ডে জমা থাকা সমস্ত অর্থ তুলে নিতে পারবেন। তিনি যদি ইচ্ছে করেন, তবে কোন এক সংস্থায় চাকরি ছেড়ে দেবার পর এক মাসের মধ্যে তার প্রভিডেন্ট ফান্ডে জমা থাকা ৭৫% অর্থ তিনি তুলে নিতে পারবেন।

আবার কেউ যদি কোন সংস্থায় ১০ বছরের কম সময় চাকরি করে থাকেন, তবে তার পেনশনের সমস্ত টাকা তিনি একসঙ্গে তুলে নিতে পারবেন। আবার, ইচ্ছে করলে অবসর নেবার পরও এই টাকা তুলতে পারবেন তিনি। ইপিএফওর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, খুব প্রয়োজন না হলে প্রভিডেন্ট ফান্ডে জমা থাকা অর্থ একসঙ্গে অধিক পরিমাণে তুলে না নিতে। কারণ এর ফলে ভবিষ্যতের সঞ্চয় ব্যাহত হবে, ফলে পেনশনের সমস্যা যেমন তৈরি হতে পারে, তেমনি ভবিষ্যতে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!