এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অতিরিক্ত কাজের চাপ কি বিপদ ডেকে আনল মহারাজের জীবনে?

অতিরিক্ত কাজের চাপ কি বিপদ ডেকে আনল মহারাজের জীবনে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বছরের দ্বিতীয় দিন আকাশ ভেঙ্গে পড়ল বাঙালির মাথায়। 2020 কে বিষ বছর বলে আখ্যায়িত করেছে অনেকে। কিন্তু সেই বিষ বছরের রেশ রয়ে গেল একুশেও। হঠাৎ করেই আজ সকালে হৃদরোগে আক্রান্ত হলেন বাংলার মহারাজ তথা প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই বাড়িতে জিম করতে করতে ব্ল্যাক আউট হয়ে মাথা ঘুরে পড়ে যান সৌরভ। তড়িঘড়ি তাঁকে উডল্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে কী কারণে তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন, তা এখনো জানা যায়নি। অনেকেই অতিরিক্ত কাজের চাপকেই ভিলেন করছেন।

হাসপাতালে এই মুহূর্তে রয়েছে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সহ পরিবারের অন্যরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে। অ্যাঞ্জিওপ্লাস্টি রিপোর্ট বুঝে তাঁর হৃদযন্ত্রে তিনটি স্টেইন বসতে পারে। বর্তমানে তাঁর হার্টবিট রয়েছে 70 এবং রক্তচাপ রয়েছে 130/80। আপাতত সৌরভ রয়েছেন উডল্যান্ডসের আইসিসিইউতে। প্রাথমিকভাবে সৌরভ গাঙ্গুলীর অসুস্থতার খবরে মারাত্মক উদ্বেগ সৃষ্টি হয়। তবে আপাতত স্থিতিশীল তিনি বলে জানা গেছে চিকিৎসক সূত্রে। প্রাক্তন ক্রিকেট অধিনায়ক হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আমজনতা থেকে রাজনৈতিক কর্তাব্যক্তি প্রত্যেকেই খোঁজ নিতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সৌরভ গাঙ্গুলীর শরীর খারাপের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেন বলে জানা গেছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দিল্লী থেকে খোঁজ নিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি সৌরভ ও অমিত শাহকে একই মঙচে দেখা যায়। অন্যদিকে হাসপাতলে দাদার শরীর খারাপের খবর পেয়ে ছুটে আসেন আর একজন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। জানা গিয়েছে, প্রতিদিনই নিজের বাড়িতে জিম করেন সৌরভ। আজকেও জিম করার সময়ে হঠাৎ করেই মাথা ঘুরিয়ে পড়ে যান তিনি। সাথে সাথে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শারীরিক কোনো সমস্যা না থাকলেও কিভাবে এরকম হয় তা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। সৌরভের শারিরীক পরিস্থিতি মোটেই যে সুবিধাজনক অবস্থায় ছিলনা তা আজকের ঘটনাতেই স্পষ্ট। অন্যদিকে সৌরভ গাঙ্গুলীর পরিবারের সাথে সাথে গোটা রাজ্য এই মুহূর্তে চিন্তিত। প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলী বর্তমান বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। কিছুদিন ধরেই তাঁর রাজনীতিতে আসার জল্পনা চলছিল। এই অবস্থায় সৌরভ গাঙ্গুলী অসুস্থ হয়ে আর হওয়ার খবরে অনেকেই মনে করছেন অতিরিক্ত কাজের চাপই কি সৌরভের হঠাৎ অসুস্থতার কারণ!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!