এখন পড়ছেন
হোম > জাতীয় > এটিএমে লেনদেনের ক্ষেত্রে বাড়তে চলেছে চার্জ, চার্জ বৃদ্ধির অনুমোদন আরবিআইয়ের

এটিএমে লেনদেনের ক্ষেত্রে বাড়তে চলেছে চার্জ, চার্জ বৃদ্ধির অনুমোদন আরবিআইয়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এটিএমে লেনদেনের উপর চার্জ বৃদ্ধি হতে চলেছে। এটিএমে বিনামূল্যে লেনদেনের একটি সীমা নির্ধারণ করা হয়েছে। এই সীমা অতিক্রম করলে অতিরিক্ত চার্জ দিতে হয়। আগামী ১ লা জানুয়ারি থেকে এই চার্জ আরো বাড়তে চলেছে। তাই বিনামূল্যে লেনদেনের সীমা পার করলে এবার থেকে অতিরিক্ত হারে চার্জ দিতে হবে। দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক গুলিকে এটিএমের লেনদেনের ক্ষেত্রে চার্জ বৃদ্ধির সবুজ সংকেত দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সাধারণত, দেশের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বেসরকারি ব্যাংকের গ্রাহকরা তাদের ব্যাংকের এটিএম ও অন্যান্য ব্যাংকের এটিএম থেকে মাসে ৫ বার বিনামূল্যে আর্থিক লেনদেন করতে পারেন। কিন্তু বিনামূল্যে লেনদেনের সীমা পার করে গেলে প্রতিটি লেনদেনের জন্য ২০ টাকা করে চার্জ ধার্য করা হয়। এবার থেকে এই চার্জ বৃদ্ধি পেতে চলেছে। আগামী বছরের ১ লা জানুয়ারি থেকে এই চার্জ করা হবে ২১ টাকা। আবার, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে অধিক পরিমাণে টাকা গুনতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চলতি মাসের ১ তারিখ থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য এটিএমের লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের পাঁচবারের পরিবর্তে মাসে চারবার বিনামূল্যে এটিএম থেকে লেনদেনের সুযোগ দেয়া হয়েছে। এর বেশি লেনদেন করলে প্রতি লেনদেনের জন্য ১৫ টাকা হিসেবে চার্জ দিতে হবে। তার সঙ্গে এবার থেকে জিএসটি ধার্য করা হবে বলে, জানা যাচ্ছে। ফলে চার্জের পরিমাণ বাড়বে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের।

আগামী বছর থেকে এটিএম লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত হারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের চার্জ দিতে হবে বলে, মনে করা হচ্ছে। সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে বাড়তে চলেছে এটিএম ব্যবহারের চার্জ। প্রসঙ্গত, করোনা সংক্রমণকালে এটিএম ব্যবহারের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। ভিড় এড়াতে অনেকেই সরাসরি ব্যাংকে না গিয়ে এটিএম এর মাধ্যমে আর্থিক লেনদেনে করে থাকেন। তাই, এটিএম চার্জ বৃদ্ধি পেলে সমস্যা বাড়বে সাধারণ মানুষের, এমনটাই ওয়াকিবহাল মহলের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!