এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আত্মনির্ভর ভারত! প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের সোপানে এবার মিলল বড়সড় আন্তর্জাতিক স্বীকৃতি!

আত্মনির্ভর ভারত! প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের সোপানে এবার মিলল বড়সড় আন্তর্জাতিক স্বীকৃতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের শুরুতেই দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন শুরু হতেই একের পর এক অফিস কাছারি, স্কুল-কলেজ, ব্যবসা পত্র সবই বন্ধ হয়ে যায়। দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। অনেকেই বলতে থাকেন, অর্থনীতি ক্রমশ ভেঙে পড়ছে। সে সময় প্রধানমন্ত্রী মোদী আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দেন। আর তার ওপর ভিত্তি করেই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং করোনা পরিস্থিতির সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পেরেছে কেন্দ্র বলে মনে করছেন আইএমএফ বা ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড।

এদিন তাঁরা প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে আইএমএফের কমিউনিকেশন ডিপার্টমেন্ট ডিরেক্টর গ্যারি রাইস জানিয়েছেন, স্বনির্ভরতার পথে ভারত হাঁটছে বর্তমানে এবং তা এককথায় প্রশংসার যোগ্য। আত্মনির্ভর ভারত হওয়ার জন্যই করোনা সংক্রমণের কারণে আর্থিক বিপুল ধাক্কা সামলানো গেছে ভারতে। আত্মনির্ভর ভারত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী আগেই জানিয়েছিলেন, একবিংশ শতাব্দীতে ভারতের স্বপ্ন পূরণে সবার আগে প্রয়োজন নিজেদের স্বনির্ভর হওয়া।

করোনা সংকটে প্রত্যেকের কাছে সেই সুযোগ এসেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে সারা দেশে যে পরিমাণে পিপিই কিট এবং N95 মাক্স তৈরি হচ্ছে তা রেকর্ড ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী মোদির আত্মনির্ভর ভারত সম্পর্কে ব্যাখ্যা করেছেন, দেশ যখন স্বনির্ভর হয় তখন তা আত্মকেন্দ্রিকতার থেকে আলাদা হয়ে সারা বিশ্বকে একটি পরিবার হিসেবে ভাবে। এবং এটাই ভারতীয় সংস্কৃতির অঙ্গ। তাই সমগ্র বিশ্বে মানব জাতির উন্নয়নে ভারতের অবদান অনস্বীকার্য হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী মোদির মতে আত্মনির্ভর ভারত তৈরি হওয়ার জন্য মূলত পাঁচটি বিষয়ের ওপর নজর দিতে হবে। আর সেগুলি হল- প্রথমত, অর্থনীতি যা ক্রমবর্ধমান পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনীয় মাত্রা যোগ করবে দেশের পরিকাঠামোয়। দ্বিতীয়ত, ভারতের পরিচয় তৈরী করতে হবে সুষ্ঠু পরিকাঠামোর দ্বারা। তৃতীয়ত, প্রযুক্তির হাত ধরে একবিংশ শতাব্দীতে ভারত এগিয়ে যাবে। চতুর্থত, প্রাণবন্ত জনসাধারণই হবে আত্মনির্ভর ভারতের শক্তির উৎস এবং পঞ্চমত, দেশের চাহিদা সাপ্লাই চেইন এর মাধ্যমে মেটানো হবে।

অন্যদিকে ইন্টারন্যাশনাল মানিটরিং ফান্ড এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদির ভূয়শী প্রশংসা করলেও দেশের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী মোদির বিভিন্ন প্রকল্প নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আত্মনির্ভর ভারত তৈরি করার কথা প্রধানমন্ত্রী মোদী বললেও দেশের আর্থিক পরিস্থিতি মোটেই শোধরায়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ভারত সরকারকে আত্মনির্ভর গড়ে তোলার কাজে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তা সত্যিই প্রশংসাযোগ্য বলে দাবী কেন্দ্রীয় সরকারের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!