এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপি জেলা সদর দপ্তরে হামলা ‘বহিরাগতদের’, আক্রান্ত সহ-সভাপতি

বিজেপি জেলা সদর দপ্তরে হামলা ‘বহিরাগতদের’, আক্রান্ত সহ-সভাপতি

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এর আগে বিরোধীরা সমস্বরে জানিয়েছিল বিরোধীদের উপর নজিরবিহীন আক্রমন চালাচ্ছে শাসকদল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ উড়িয়ে ‘বিচ্ছিন্ন’ ঘটনাগুলিকে বিরোধীদের অভ্যন্তরীণ ঘটনা বলে অভিহিত করেছে। আর সব মিলিয়ে ক্রমশ উষ্ণ হচ্ছে বঙ্গের রাজনৈতিক পরিবেশ। আর তার সঙ্গেই সাযুজ্য রেখে এবার বীরভূমের সিউড়িতে বিজেপির সদর দপ্তরে হামলা করল ‘বহিরাগতরা’, ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপির সহ সভাপতি অরুনাভ ঘোষ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি সূত্রের অভিযোগ, আজ সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা করে সদর দপ্তরে। সেখানে অরুণাভবাবুকে রীতিমত বাঁশ দিয়ে মারা হয়েছে বলেও অভিযোগ। অন্যদিকে, ডিএম অফিসের ভিতরে ঢুকেও মারধর করা হয়েছে বিজেপির কর্মীদের বলে অভিযোগ জানানো হয়েছে। এমনকি, মহম্মদবাজার ব্লকে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বিজেপির কর্মী-সমর্থকরা মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে গেলে পুলিশ তাদের আটকে দিয়েছে অভিযোগে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সব মিলিয়ে রীতিমত উত্তপ্ত বীরভূমের পরিস্থিতি। যদিও এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস সূত্রে পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!