এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > একযোগে হেভিওয়েট বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলা, শূন্যে গুলি! অভিযোগ নিতে গড়িমসি পুলিশের

একযোগে হেভিওয়েট বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলা, শূন্যে গুলি! অভিযোগ নিতে গড়িমসি পুলিশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আলিপুরদুয়ারে বিজেপির সংসদ জন বার্লা এবং মাদারিহাট এর বিধায়ক মনোজ টিপ্পার উপর তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ শূন্যে এক রাউন্ড গুলি চালানোর। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বীরপাড়া দলমোর চা বাগান এলাকায়।

বিজেপির পক্ষ থেকে দাবি তারা থানায় অভিযোগ জানালেও পুলিশের পক্ষ থেকে তার নিতে গড়িমসি করা হয়েছে এবং অভিযোগপত্রে রিসিভ কপি দেওয়া হয়নি। বিজেপি নেতারা অভিযোগ করেছেন যে গত কয়েক বছর ধরেই তারা দল মোড় এলাকার পানীয় জল নদীবাঁধ খারাপ রাস্তাসহ বহু সমস্যা নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করেও কোনো সুরাহা পাননি এই অবস্থায় বুধবার সন্ধ্যেবেলা দলের সাংসদ বিধায়ক স্থানীয় নেতাদের নিয়ে স্থানীয় মানুষের অভাব অভিযোগের কথা শুনতে তারা ওই চা বাগানের পাঁচবাড়ী লাইনে গিয়েছিলেন সাংসদ জানান যে সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় আচমকাই কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালায় আমরা যাতে এলাকা ছেড়ে চলে যায় সেজন্য শুনে এক রাউন্ড গুলিও চালায় তারা কোনরকমে এলাকা ছেড়ে প্রাণে বাঁচতে হয়। বিধায়ক অভিযোগ করেছেন হামলাকারীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার পরে বীরপাড়া থানায় অভিযোগ করতে যান বিজেপির সাংসদ বিধায়ক সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।
কিন্তু অভিযোগ ওঠে যে অভিযোগ পত্র জমা নিতে পুলিশ অনেকক্ষন টালবাহানা করে শেষ পর্যন্ত জমা নিল। তবে তাকে রিসিভ কপি দেওয়া হয়নি এমনকি তদন্ত না করে এই বিষয়ে কোন রকম মামলা রুজু করা যাবে না বলে থানার পুলিশ কর্তারা তাকে জানিয়ে দেন।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভের মাইতি এই বিষয় নিয়ে কোন রকম কথা বলেননি।

এখন এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেছে। বিজেপি অভিযোগ করেছে বিধানসভা নির্বাচনের আগে এবং তাদেরকে ভয় পাচ্ছে সেই জন্য তাদের জনপ্রতিনিধিরা যেখানেই মানুষের সাহায্যে যাচ্ছেন তাদের বাধা দিচ্ছে। তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী পাল্টা জানান একজন জনপ্রতিনিধির উপর হামলার ঘটনা কোন অবস্থাতেই সমর্থন করিনা কিন্তু মানুষের কাছে বিজেপি নেতাদের গ্রহণযোগ্যতা কোথায় পৌঁছেছে সেটাই ঘটনায় প্রমাণ করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!