এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দুষ্কৃতীদের হাতে আক্রান্ত শিক্ষক সরাসরি আঙুল তুললেন শাসকদলের দিকে, দেখে নিন এক্সক্লুসিভ ভিডিও

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত শিক্ষক সরাসরি আঙুল তুললেন শাসকদলের দিকে, দেখে নিন এক্সক্লুসিভ ভিডিও


গতকালই, এক খবরে আমরা জানিয়েছিলাম, গাইঘাটা বিধানসভার অন্তর্গত হাবড়ায় একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী কৃষ্ণেন্দু পোদ্দার নামে এক শিক্ষককে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাবড়া হসপিটালে ভর্তি ছিলেন। কৃষ্ণেন্দুবাবু বারাসত অঞ্চলের শিক্ষকদের কাছে যখন পিআরটি স্কেল নিয়ে আন্দোলনের জন্য প্রচার করছিলেন – তখনই তাঁর উপর দুষ্কৃতীরা আক্রমন করে বলে জানা গিয়েছিল।

প্রসঙ্গত, কৃষ্ণেন্দুবাবু হাবড়া উত্তর মন্ডলের বিজেপি শিক্ষক সেলের মন্ডল ইনচার্জ। তাঁর উপর এই আক্রমণের পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে অভিযোগ জানানো হয়েছিল বিজেপি শিক্ষক সেলের তরফে। আর, গতকাল প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবিতে আন্দোলনকারী বিজেপি শিক্ষক সেলের নেতা কৃষ্ণেন্দু পোদ্দারের উপর দুষ্কৃতীরা যে নৃশংস আক্রমণ করেছিল তার প্রতিবাদে আজ হাবড়া থানার মছলন্দপুরে বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।

ওই মিছিলের নেতৃত্ব দেন বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি শিক্ষক সেলের বারাসত জেলার কনভেনার মনোজ বালা, বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ এবং শান্তনু মন্ডল। বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে প্রায় ৫০০ জন শিক্ষক শিক্ষিকা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ওই প্রতিবাদ মিছিলের আগে কৃষ্ণন্দুবাবুর বাড়িতে দীপল বিশ্বাসের নেতৃত্বে বিজেপি শিক্ষক সেলের এক প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করেন। কৃষ্ণেন্দুবাবু স্পষ্ট জানান, পিআরটি স্কেল নিয়ে আন্দোলন করার জন্যই মূলত তাঁর উপর এই আক্রমণ নেমে এসেছে। এই প্রসঙ্গে সরাসরি তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি জানিয়ে দেন ‘তৃণমূল আশ্রিত’ দুষ্কৃতীদের হাতেই তিনি আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস রাজ্যের শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যে সরকার প্রাথমিক শিক্ষকদের ন্যায্য পিআরটি স্কেলের দাবিকে দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ করে দমাতে চাইছে সেই সরকারকে আগামী লোকসভা ভোটে জনগণ ছুঁড়ে ফেলে দেবেন। তিনি আরও বলেন, কৃষ্ণেন্দুবাবুর উপর আক্রমণকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে চরম সাজা দিতে হবে।

আর তা না হলে, অতি শীঘ্রই বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে কৃষ্ণেন্দুবাবুর উপর আক্রমণকারী দুষ্কৃতীদের দ্রুত সাজার দাবিতে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেওয়া হবে – বলেও দাবি করেন দীপালবাবু। অন্যদিকে, আজকের প্রতিবাদ মিছিলে সামিল বিজেপি শিক্ষক সেলের রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ বলেন, দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ করে সরকার আমাদের পিআরটি স্কেলের দাবিকে দমন করতে পারবে না। আমরা আমাদের ন্যায্য বেতন পিআরটি স্কেল ছিনিয়ে নেবই।

কি বলেছেন আক্রান্ত শিক্ষক কৃষ্ণেন্দু পোদ্দার ও বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস, দেখে নিন নীচের এক্সক্লুসিভ ভিডিওতে –

https://www.youtube.com/watch?v=8OO_sJ5Lkyw

আক্রান্ত শিক্ষক কৃষ্ণেন্দু পোদ্দারের সঙ্গে দেখা করতে যাওয়া শিক্ষকদের প্রতিনিধি দল।
আক্রান্ত শিক্ষক কৃষ্ণেন্দু পোদ্দারের ডাক্তারি রিপোর্ট।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!