এখন পড়ছেন
হোম > জাতীয় > অত্যন্ত ভয়াবহ সার্বিক করোনা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড

অত্যন্ত ভয়াবহ সার্বিক করোনা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের সার্বিক করোনা পরিস্থিতি দিনের পর দিন ভয়াবহ আকার ধারণ করছে। গত কিছুদিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের গন্ডি অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় ২ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় দেড় হাজারেরও বেশি মানুষের করোনায় মৃত্যু হল। করোনা সংক্রমণ মোকাবিলায় আজ উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে দেশে ১ হাজার ৫০১ জনের। গত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন নিয়েছেন ২৬ লক্ষ ৮৪ হাজার ৯৪৯ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পশ্চিমবঙ্গেও করোনার সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭১৩ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু ঘটেছে ৩৪ জনের। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯৯৮ জন, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬৩৯ জন। এই দুই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী।

দেশের করোনা সংক্রমণ মোকাবিলায় গতকাল এক ভার্চুয়াল বৈঠকে যোগদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ আবার চিকিৎসক ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগদান করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠেছে, তবে কি এবার দেশে লকডাউন জারির সম্ভাবনা আছে? লকডাউন জারির সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!