এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “আত্মসমালোচনা করা উচিত” অধীরকে বেনজির কটাক্ষ কুনালের!

“আত্মসমালোচনা করা উচিত” অধীরকে বেনজির কটাক্ষ কুনালের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর রঞ্জন চৌধুরী কার্যত ব্যর্থ বলে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। প্রসঙ্গত, এদিন বাম এবং কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। যে বাম এবং কংগ্রেস কার্যত শূন্য হয়েছিল, তারা সাগরদিঘী উপনির্বাচনে কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছিল। কিন্তু তাদের একজন বিধায়কও দলবদল করার কারণে আবার তারা শূন্য হয়ে গেল। আর কংগ্রেসের বিধায়ক তৃণমূলে আসার পরেই অধীর চৌধুরীর উদ্দেশ্যে কটাক্ষ করে দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তার দাবি, অধীর চৌধুরীর আত্মসমালোচনা করা উচিত।

 

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। যেখানে অধীর চৌধুরীকে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, “অধীর চৌধুরীর আত্মসমালোচনা করা উচিত। একজন বিধায়ক ছিলেন, তাকে পর্যন্ত ধরে রাখতে পারলেন না।” বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে যে অধীর চৌধুরী প্রায়শই তৃণমূলকে কটাক্ষ করেন, তাকে পাল্টা চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন কুনাল ঘোষ। বুঝিয়ে দিলেন, অধীর চৌধুরীর রাজনৈতিক ক্যারিশমা নেই। তবে কুনাল ঘোষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলেন অধীরবাবু, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!