এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অনুব্রতকে হুঁশিয়ারি প্রাক্তন তৃণমূল সাংসদের, তীব্র জল্পনা রাজ্য জুড়ে

অনুব্রতকে হুঁশিয়ারি প্রাক্তন তৃণমূল সাংসদের, তীব্র জল্পনা রাজ্য জুড়ে

 

বীরভূম জেলায় তিনি শেষ কথা বলেন। কখনও বিরোধিদের চড়াম চড়াম ঢাকের কথা, আবার কখনও বা গুড় বাতাসার কথা বলে বিতর্কে শিরোনামে চলে আসেন তিনি। আর সেই শিরোনামে চলে আসা ব্যক্তি অনুব্রত মণ্ডলকেই এবার জেল খাটানোর হুঁশিয়ারি দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সূত্রের খবর, এদিন বীরভূমের কোটাসুরে বিজেপির একটি কর্মীসভায় উপস্থিত হন সৌমিত্রবাবু।

আর সেখান থেকেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দেন তিনি। সৌমিত্র খাঁ বলেন, “বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। আর এর পরেই কেস দিয়ে জেলে পোরা হবে অনুব্রত মণ্ডলকে‌। তিনি বীরভূমে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।” আর বিজেপির সৌমিত্র খাঁয়ের এই ধরনের বক্তব্য নিয়েই এখন তৈরি হয়েছে বিতর্ক। অনেকে বলছেন, ক্ষমতার স্বাদ কি সত্যিই আলাদা!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই কি তৃণমূলের কায়দাতে মুখে বদলের কথা বললেও ক্ষমতায় এলে বদলা নেওয়ার কথাই শোনা গেল সৌমিত্র খাঁয়ের গলায়! ইতিমধ্যেই বিষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিশেষজ্ঞরা। তবে এদিনের সভা থেকে শুধু অনুব্রত মণ্ডলকে নয়, নিজের দলের প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন সৌমিত্রবাবু।

তিনি বলেন, “পশ্চিমবঙ্গে শিল্প নেই। সিঙ্গুরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে ধ্বংস করেছেন। আবার বিধানসভা ভাঙচুরের পেছনেও তার হাত রয়েছে।” পাশাপাশি নাগরিকত্ব আইনের সমর্থনে বাংলার 60 জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে চাইছেন বলেও জল্পনা উসকে দেন বিজেপির এই হেভিওয়েট সাংসদ। সব মিলিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে তাঁকে জেল খাটানোর হুঁশিয়ারি দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিলেন সৌমিত্র খাঁ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!