এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভার্চুয়াল ভ্রমন! লকডাউনে ঘরে বসেই অস্ট্রেলিয়ার অজানা সৌন্দর্য্যের একঝলক পেয়ে যান হাতের মুঠোয়

ভার্চুয়াল ভ্রমন! লকডাউনে ঘরে বসেই অস্ট্রেলিয়ার অজানা সৌন্দর্য্যের একঝলক পেয়ে যান হাতের মুঠোয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – “বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি” – কবিগুরুর এই কথা শত শতাংশ সত্য। মানুষ চাঁদে পা রেখেছে, মঙ্গলযান পাঠিয়েছে, অথচ তার নিজের এই গ্রহটাকেই ভাল করে জানতে পারে নি। যতই জানা যায়, ততই বাকি থেকে যায়! আমাদের পৃথিবীর ভূভাগ সাতটি মহাদেশে বিভক্ত। এর মধ্যে কোনো জনমানুষের বাস না থাকায় যদি এন্টার্কটিকাকে বাদ দিই তবে দক্ষিণ গোলার্ধে একটি মাত্র মহাদেশ অবস্থান করে – অস্ট্রেলিয়া।

এই মহাদেশটি যেমন মূল ভূভাগ থেকে অনেকটাই দূরে, তেমনই বৈচিত্র্যময়। এমন অনেক অজানা তথ্য আছে অস্ট্রেলিয়া সম্পর্কে যা জানলে আপনি অবাক হতে বাধ্য। চলুন, এক নজরে জেনে নেওয়া যাক অস্ট্রেলিয়া সম্পর্কে সেই আশ্চর্য তথ্যগুলি।

★ অস্ট্রেলিয়ার আল্পস পর্বতমালায় সুইজারল্যান্ডের আল্পসের থেকেও বেশি তুষারপাত হয়।

★ অস্ট্রেলিয়ার আয়তন বিশাল বড় হলেও এই মহাদেশের ৯০% মানুষ সমুদ্রতীরবর্তী অঞ্চলে বাস করে।

★ অস্ট্রেলিয়ার একটি দ্বীপ তাসমানিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শুদ্ধ বাতাস পাওয়া যায়। দ্বীপটির অর্ধেকের বেশি স্থান জুড়ে জাতীয় উদ্যান রয়েছে এবং সেটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা সংরক্ষিত।

★ দ্যা গ্রেট বেরিয়ার রিফ এই অস্ট্রেলিয়াতেই অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্রাকৃতিক বাস্তুসংস্থান। এখানে ২,৫০০-এর বেশি প্রবাল শৈলপ্রাচীর আছে যা মহাকাশ থেকেও দেখা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

★ অস্ট্রেলিয়ায় ৬০ প্রকারের বেশি ওয়াইন পাওয়া যায়। উন্নত মানের ওয়াইনের জন্য দেশটি প্রসিদ্ধ। নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া এই দেশের প্রধান ওয়াইন প্রস্তুতকারী অঞ্চল।

★ অস্ট্রেলিয়ার ফ্রেজার দ্বীপ বিশ্বের সবচেয়ে বৃহৎ বালি-দ্বীপ। এখানে বিখ্যাত অস্ট্রেলিয়ান বুনো কুকুর দেখতে পাওয়া যায়।

★ অস্ট্রেলিয়ায় অবস্থিত ইন্ডিয়ান প্যাসিফিক ট্রেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেলট্র্যাক। এটি অস্ট্রেলিয়ার পূর্ব থেকে পশ্চিম সোজাসুজি যুক্ত করে। সিডনি থেকে পার্থ অব্দি এই রেললাইন চলে গেছে।

★ দ্যা গ্রেট ওশেন রোড বিশ্বের সবচেয়ে বড়ো যুদ্ধ স্মারক। প্রথম বিশ্বযুদ্ধের পর ঘরে ফেরা সৈনিকরা এই পথ দিয়ে ফেরে। এই পথটিকে যুদ্ধ স্মারক রূপে সম্মানিত করা হয়। এই পথটি মেলবোর্ন আর অ্যাডিলেডের মধ্যে অবস্থিত।

★ অস্ট্রেলিয়ার ৮০%পশু প্রাণীর প্রজাতি বিশ্বের মধ্যে একমাত্র অস্ট্রেলিয়াতেই দেখা যায়। ক্যাঙারু আর কোয়ালা এগুলির মধ্যে অন্যতম।

★ উলুরুর বিখ্যাত শিলা অস্ট্রেলিয়ায় দেখা যায়। এটি এই দেশের মাঝখানে অবস্থিত এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা সংরক্ষিত। এই বিশাল পাথরটি ২.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!