এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নিয়ে দর্শকদের জন্য বড়সড় সুখবর, জেনে নিন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নিয়ে দর্শকদের জন্য বড়সড় সুখবর, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে চলতি বছর ক্রিকেট সহ বিভিন্ন খেলার আয়োজন দীর্ঘ সময় বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেট খেলা শুরু হয়েছে, কিন্তু এখনও দর্শকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না স্টেডিয়ামে। দর্শকশূন্য থাকছে গ্যালারি।তবে, সম্প্রতি সিদ্ধান্ত নেয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সিরিজে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অনুমতি দেয়া হবে।তাই গ্যালারিতে বসেই খেলার আনন্দ উপভোগ করতে পারবেন দর্শকেরা।

এদিকে বিশ্বের বেশ কিছু স্থানে যেখানে করোনা সংক্রমণ হ্রাস পেয়েছে, সেসব স্থানে অনেক ক্ষেত্রে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। ফুটবল, রাগবির ম্যাচে স্টেডিয়ামে দেখা গেছে দর্শকদের। কিন্তু ক্রিকেট খেলায় স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি এখনো। সেখানে ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার জন্য কৃত্তিম শব্দব্রহ্মর ব্যবহার করা হচ্ছে।

তবে, অস্ট্রেলিয়া সফর থেকে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানা গেল। করোনা কালে যা ইতিপূর্বে হয়নি। আজ মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হলো যে, ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে দর্শকরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন, গ্যালারিতে বসতেও পারবেন। তবে করোনার সংক্রমনের কথা মাথায় রেখেই মোট আসন সংখ্যার ৫০% দর্শকেরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ” গোলাপি বলের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির আসর বসবে SCG-তে। যেখানে গ্যালারির আসনের ৫০ শতাংশ থাকবে দর্শকদের জন্য।” ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ঘোষণায় যথেষ্ট আনন্দিত ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি – ২০, চারটি টেস্ট রয়েছে ভারতের। আগামী ১৭ ই ডিসেম্বর অ্যাডিলেড ওভালে প্রথম দিন-রাতের টেস্ট শুরু হতে চলেছে। এই টেস্ট খেলেই দেশে ফিরছেন ক্যাপ্টেন বিরাট কোহলি। কারণ, পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন ক্যাপ্টেন কোহলি।

অন্যদিকে, ২৭ সে নভেম্বর থেকে শুরু হচ্ছে অজি সফর, ওয়ানডে ম্যাচ দিয়ে। গতকাল সোমবার বেশ কিছু পরিবর্তন করা হল ভারতীয় দলে। রোহিত শর্মাকে নেয়া হলো টেস্ট দলে। অতিরিক্ত উইকেটকিপার হিসেবে নেওয়া হলো সঞ্জু স্যামসাং কে। আবার, ২৬ সে ডিসেম্বর থেকে শুরু হওয়া বক্সিং ডে টেস্টে গ্যালারীর ২৫% ও ব্রিসবেনে চতুর্থ টেস্টে ৭৫ % ব্যবহারের অনুমতি দেওয়া হলো। এই হিসেবে প্রতিদিন ২৫ হাজার মানুষ গ্যালারিতে বসে বক্সিং ডে টেস্ট দেখতে পারবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!