এখন পড়ছেন
হোম > রাজ্য > অভিযোগ পেতেই সরব মানবাধিকার কমিশন, ব্যাপক চাপে মমতা প্রশাসন!

অভিযোগ পেতেই সরব মানবাধিকার কমিশন, ব্যাপক চাপে মমতা প্রশাসন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  হিংসার ঘটনা নিয়ে রাজ্যে ক্যাম্প করেছে মানবাধিকার কমিশন। কলকাতার সেক্টর ফাইভের অফিসে এই ক্যাম্প করা হয়েছে। যেখানে বিজেপির পক্ষ থেকে যারা আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত কর্মীদের নিয়ে আসা হচ্ছে। আর সেই আক্রান্ত ব্যক্তিদের অভিযোগ শুনে রিপোর্ট তৈরি করছে কমিশন। তবে এবার যারা আক্রান্ত হয়েছেন, তারা কমিশনের কাছে অভিযোগ জানাতে গিয়ে রীতিমতো হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ আসছে।

সেই অভিযোগ মহিলা কমিশনের সদস্যদের কাছে পৌঁছতেই রীতিমতো পুলিশের বিরুদ্ধে সরব হতে দেখা গেল কেন্দ্রীয় কেন্দ্রীয় মহিলা কমিশনের আর বি এল দেশাইকে। স্বাভাবিকভাবেই কমিশনের কাছে অভিযোগ পৌছতেই যেভাবে পুলিশের বিরুদ্ধে সরব হতে দেখা গেল মানবাধিকার কমিশনকে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, সোমবার পূর্ব বর্ধমানের বেশকিছু ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকরা সার্কিট হাউসে মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর সেই সময়ে তাদের সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। আর সেই অভিযোগ শুনেই ভেতরে থাকা আর কেন্দ্রীয় মহিলা কমিশনের আর বি এল দেশাই সরাসরি বাইরে চলে এসে কর্তব্যরত পুলিশ অফিসারদের উদ্দেশ্যে রীতিমতো ধমক দিতে থাকেন।

বিরোধীদের একাংশ অভিযোগ করেছিল, মানবাধিকার কমিশন রাজ্যে এসে আক্রান্তদের অভিযোগ শুনতে চাইলেও, তাতে বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা। যাতে আসল খবর বাইরে না আসে এবং তার ফলে তৃণমূল যাতে বিপদে না পড়ে, তার জন্যই এইরকম পরিকল্পনা করা হচ্ছে। আর এবার সরাসরি মহিলা কমিশনের সদস্য সেই অভিযোগ করে রীতিমতো বাইরে এসে পুলিশ কর্তাদের ধমক দিয়ে রীতিমতো শোরগোল তুলে দিলেন।

পর্যবেক্ষকদের মতে, এর ফলে রাজ্য প্রশাসন যথেষ্ট চাপের মুখে পড়ে গেল। বারবার রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এক্ষেত্রে ভোটের ফলাফল পরবর্তী সময়ে হিংসার ঘটনা ঘটতে শুরু করলেও, পুলিশ প্রশাসন ঠিকমতো পদক্ষেপ নেয়নি বলে ক্ষোভ তৈরি হয়েছিল জনমানসে। যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সবুজ সংকেতের ফলে এবার রাজ্যে গোটা প্রক্রিয়া খতিয়ে দেখতে উদ্যত মানবাধিকার কমিশন।

কিন্তু সেই মানবাধিকার কমিশনের কাছে যাতে আক্রান্তরা পৌঁছাতে না পারে, তার জন্য চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ এসেছে। সেই অভিযোগ পেতেই যেভাবে জাতীয় মহিলা মানবাধিকার কমিশনের প্রধান ব্যক্তি এসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন, তাতে চাপ বাড়ছে মমতা সরকারের বলেই মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!