এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অভিযোগে সীলমোহর, হাইকোর্টের রায়ে উজ্জীবিত দিলীপ ঘোষ!

অভিযোগে সীলমোহর, হাইকোর্টের রায়ে উজ্জীবিত দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যে ভোটের ফলাফল প্রকাশের পরই সন্ত্রাস শুরু করেছে শাসকদল। এমনকি এই ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। এমনকি একটি মামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই গোটা বিষয়টি নিয়ে টানাপোড়েন চলছে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই ভোট পরবর্তী হিংসা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গিয়েছে রাজ্য সরকার। আর এবার রাজ্যের অস্বস্তি বাড়িয়ে সেই ভোট পরবর্তী হিংসার মামলায় বড়সড় রায়দান করল কলকাতা হাইকোর্ট। যেখানে গোটা বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাভাবিকভাবেই রাজ্যের পক্ষ থেকে যখন ভোট পরবর্তী হিংসা হয়নি বলে দাবি করা হচ্ছে এবং সিবিআইয়ের উপর বিন্দুমাত্র ভরসা রাখা হয় না, তখন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ রাজ্যের অস্বস্তি যে অনেকটাই বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই গোটা বিষয়ে নানা মহলের তরফ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তবে আদালতের এই রায়ে যে তারা অনেকটাই খুশি, তা বুঝিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন হাইকোর্টের পক্ষ থেকে এই রায় দেওয়ার পরেই গোটা বিষয়ে প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাংলার বাস্তব পরিস্থিতি দেখে আমরা যেটা চেয়েছিলাম, সেটাই হয়েছে। ভোট পরবর্তী হিংসা দেখে আমরা লজ্জিত। বাংলায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বা সরকার যা মানতে চায়নি, কোর্ট তা মেনে নিয়েছে। আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” একাংশ বলছেন, দীর্ঘদিন ধরেই বিজেপির দাবি ছিল, এই ব্যাপারে অন্তত কড়া পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য সরকার। কিন্তু রাজ্যের পক্ষ থেকে সেই ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে মান্যতাই দেওয়া হয়নি।

বারবার গোটা বিষয় নিয়ে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তারপরেও রাজ্য এই ঘটনার সত্যতা স্বীকার করেনি। কিন্তু এবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বারবার রাজ্য সরকারের প্রশ্নের মুখে পড়া সিবিআইয়ের উপর ভরসা রেখে তাদের তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হল। আর এর ফলে কার্যত উজ্জীবিত ভারতীয় জনতা পার্টি। দিলীপ ঘোষের কথার মধ্যে দিয়ে তা পরিষ্কার হয়ে গেল বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকরা বলছেন, এর ফলে বিজেপি বাড়তি হাতিয়ার পেয়ে গেল। এতদিন তারা যে অভিযোগ করত, তা সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিত রাজ্য সরকার। কিন্তু কলকাতা হাইকোর্টের এই আবেদনের পরে বিজেপির অভিযোগেই যে সীলমোহর পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই গোটা বিষয়ে রাজ্যের বিড়ম্বনা যে আরও বৃদ্ধি পেল, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে হাতিয়ার করে এবার শাসকদলের বিরুদ্ধে আরও বেশি করে সরব হতে শুরু করেছে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!