এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অভিমান ভুলে মমতা টেনেছেন কাছে, হাইভোল্টেজ সভা করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলতে চলেছেন হেভিওয়েট

অভিমান ভুলে মমতা টেনেছেন কাছে, হাইভোল্টেজ সভা করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলতে চলেছেন হেভিওয়েট


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুর্গাপূজার প্রাক্কালে দীর্ঘদিন পরে বিমল গুরুং রাজ্যে আত্মপ্রকাশ করেছিলেন খোদ কলকাতার বুকে। বিমল গুরুংকে  2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে আত্মপ্রকাশ করতে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, পাহাড়ে ফেরার পথ পরিষ্কার করতেই তৃণমূলকে সমর্থন ঘোষণা করে বিমল গুরুং কলকাতার বুকে আত্মপ্রকাশ করেন। তবে প্রশ্ন ওঠে, বিমল গুরুং গা-ঢাকা দিয়ে থাকা সত্ত্বেও হঠাৎ করে কলকাতার বুকে কিভাবে তিনি আত্মপ্রকাশ করলেন যদি না প্রশাসনের সায় থাকে! তার উত্তর অবশ্য অজানা। কিন্তু গুরুং জানান, বিজেপির সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন গোর্খাল্যান্ড ইস্যুতে।

পাশাপাশি গোর্খাল্যান্ড ইস্যুকে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমর্থন করেন না। সুতরাং এক্ষেত্রে প্রশ্ন জাগে, তাহলে কোন ভিত্তিতে বিমল গুরুং তৃণমূল নেত্রীকে সমর্থন জানিয়েছেন? কিন্তু এবার জানা গিয়েছে, বিমল গুরুং তৃণমূল সরকারের রাজত্বেই একাধিক মামলার গুরুভার মাথায় নিয়ে সভা করতে চলেছেন শিলিগুড়িতে। এ প্রসঙ্গে ইতিমধ্যেই গোর্খা জনমুক্তি মোর্চা বিস্তারিত জানিয়েছে। দার্জিলিং ছেড়ে এবার সমতলে হবে গুরুং্র গুরুংয়ের সভা। অন্যদিকে সভা ঘোষণা করার সাথে সাথেই গুরুং পন্থীরা ইতিমধ্যেই দাবি করেছে, এর পরের পদক্ষেপ হিসেবে বিমল গুরুং খুব শিগগিরই দার্জিলিঙে ফিরতে চলেছেন।

জিজেএম দলের ভাইস প্রেসিডেন্ট বিশাল ছেত্রী জানিয়েছেন, কলকাতা থেকে ফিরে বিমল গুরুং শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভা করবেন। দাবি করা হচ্ছে তরাই, দার্জিলিং, ডুয়ার্স থেকে বহু মানুষ বিমল গুরুংয়ের সভায় আসতে চলেছেন। যদিও বিপক্ষ শিবির থেকে বলা হচ্ছে, এত সহজ নয় পুরো ব্যাপারটি। প্রসঙ্গত 104 দিনের ধর্মঘটের পর 2017 সালে বাংলার বুকে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে সরব হন বিমল গুরুং। কার্যত অচল হয়ে পড়ে পাহাড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় হিমশিম খেয়ে যান পাহাড়কে স্বাভাবিক করতে। যথারীতি তিনি পাশে পান বিনয় তামাংকে। এরপরেই তৃণমূলের পক্ষ থেকে বিমল গুরুংকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাধিক মামলা দায়ের করা হয় তাঁর ওপর। যথারীতি বিমল গুরুং ফেরার হয়ে যান। কিন্তু নতুন করে বিমল গুরুংয়ের আত্মপ্রকাশের সাথে সাথেই পাহাড়েও শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই মনে করছেন, বিমল গুরুংয়ের পাহাড়ে প্রবেশ মানেই নতুন করে অশান্তির সূত্রপাত। এদিকে রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জোরদার তোড়জোড়। এই পরিস্থিতিতে বিমল গুরুংয়ের শিলিগুড়ির সভা তৃণমূলের পক্ষে কোন প্রভাব ফেলতে পারে কিনা, সে দিকেই নজর রাখা হবে।

তবে বিশেষজ্ঞদের মতে, বিমল গুরুং যে সভা করতে চলেছেন শিলিগুড়িতে তা বাংলার রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে অবশ্যই ধরে নিতে হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিমল গুরুংয়ের দূরত্ব এই মুহূর্তে মিটে গেছে। কিন্তু পাশাপাশি বিনয় তামাংয়ের সঙ্গে তৃণমূল নেত্রীর এই মুহূর্তে সম্পর্কের রসায়ন কোন খাতে বইছে তাও জানা আবশ্যক। সবমিলিয়ে এই মুহূর্তে প্রচারের আলো টেনে নিয়েছেন বিমল গুরুং। এবং সেক্ষেত্রে শিলিগুড়ির সভা যে আক্ষরিক অর্থে একটি হাইভোল্টেজ সভা হতে চলেছে, সে ব্যাপারে নিঃসন্দেহ রাজনৈতিক মহল।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!