এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিনব উপায়ে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পকে প্রবল কটাক্ষ বিজেপি বিধায়কের, শোরগোল রাজনীতি মহলে

অভিনব উপায়ে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পকে প্রবল কটাক্ষ বিজেপি বিধায়কের, শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে ৫০০ টাকা করে ও তপশিলি জাতি, উপজাতি ভূক্ত মহিলাদের মাসে ১০০০ টাকা করে হাতখরচ দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতি মত প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ চলছে। প্রকল্পে নাম নথিভুক্ত করতে দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত হচ্ছেন রাজ্যের বহু মহিলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। এ বিষয়ে একটি গান রচনা করলেন বিজেপি বিধায়ক ও কবিয়াল অসীম সরকার। এই গানের মাধ্যমেই প্রবল কটাক্ষ করলেন তিনি মুখ্যমন্ত্রীর লক্ষীর ভান্ডার প্রকল্পকে। এ প্রসঙ্গে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার জানিয়েছেন যে, বাংলার প্রত্যেক মায়েরাই হলেন লক্ষী। ৫০০ টাকা, ১০০০ টাকার জন্য ত্রানের ব্যবস্থা করা হয়েছে। আর তার জন্য লকডাউনের সমস্ত নিয়মকানুন ভেঙে ছুটছেন মায়েরা। আর তাঁদের ওপর পুলিশের অত্যাচার চলছে। যা দেখে তিনি অত্যন্ত মর্মাহত। আবার লক্ষ্মীর মধ্যে তপশিলি জাতি, তপশিলী উপজাতি ও সাধারণ শ্রেণীতে ভাগ করা হয়েছে। যা তাঁর গানের মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন।

বিজেপি বিধায়কের এই অভিনব প্রতিবাদ শোরগোল তুলে দিয়েছে রাজনৈতিক মহলে। তবে বিধায়কের এই পদক্ষেপকে প্রবল কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। হরিণঘাটা জনৈক তৃণমূল নেতা চঞ্চল দেবনাথ বিধায়ককে পাগল বলে কটাক্ষ করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, কোনো রকম রাজনৈতিক পরিচয় ছাড়াই দুয়ারে সরকারে সকলকে ফর্ম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাই বিধায়কের এই ধরনের মন্তব্য একেবারেই অর্থহীন। তবে, কটাক্ষ এলেও বিধায়কের এই অভিনব প্রতিবাদ যথেষ্ট সাড়া জাগিয়েছে রাজনৈতিক মহলে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!