এখন পড়ছেন
হোম > জাতীয় > অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের ফোন হ্যাকের বিস্ফোরক অভিযোগ, তীব্র প্রতিবাদ তৃণমূলের

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের ফোন হ্যাকের বিস্ফোরক অভিযোগ, তীব্র প্রতিবাদ তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দা ওয়ারে প্রকাশিত একটি রিপোর্ট তীব্র শোরগোল ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে। এই প্রতিবেদনে জানানো হয়েছে বহু বিরোধী নেতৃত্ব, প্রাক্তন নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির ফোনে নজরদারি চালানো হয়েছিল ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাস দ্বারা। প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৩০০ জন ব্যক্তির মোবাইলের ওপর নজরদারি চালানো হয়েছিল। যাদের মধ্যে অন্যতম হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর। তাঁদের ফোনে আড়িপাতা হয়েছিল বলে, দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। এই প্রতিবেদনটিকে কেন্দ্র করে বিজেপিকে প্রবল কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় বিজেপির মূল লক্ষ্যে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোট কুশলী প্রশান্ত কিশোর। একারণেই দুজনের ফোনে আড়িপাতা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। প্রতিবেদনে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবের ফোনে পর্যন্ত আড়িপাতা হয়েছিল। আবার, প্রশান্ত কিশোর ঘনিষ্ঠদের ফোনেও আড়িপাতা হতে পারে বলে, জানানো হচ্ছে। তাঁরা ছাড়াও, দেশের বহু বিরোধী নেতা-নেত্রী, বহু সাংবাদিক, বহু ব্যবসায়ীদের ফোনেও আড়িপাতা হয়েছিল বলে দাবি করা হয়েছে এই প্রতিবেদনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ধরনের কোনো হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি। কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। ভারত একটি মজবুত গণতান্ত্রিক রাষ্ট্র। যে দেশে সমস্ত নাগরিকের গোপনীয়তা রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়। এখানে ২০১৯ সালে পার্সোনাল ডেটা প্রটেকশন বিল আনা হয়েছিল। চলতি বছর আনা হয়েছে তথ্যপ্রযুক্তি আইন। সেখানে প্রত্যেকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। আবার মোবাইল হ্যাক করে, তথ্য চুরি করা হয়েছে, তার কোন প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার আগে তার প্রমাণ পাওয়া সম্ভবও নয়।

এ প্রসঙ্গে টুইট করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, হতভাগ্যদের জন্য দু মিনিটের নীরবতা পালন করা হয়। কিন্তু পেগাসাস নিয়ে নজরদারি করেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের মুখ রক্ষা করতে পারেননি। ২০২৪ সালের জন্য আরও শক্তিশালী অস্ত্র জোগাড় করার নির্দেশ দিয়েছেন তিনি। আবার, ভোট কুশলী পিকে জানিয়েছেন যে, পরপর পাঁচবার মোবাইল বদল করেছেন, কিন্তু এরপরেও হ্যাক করা হয়েছে তাঁর মোবাইল। তবে পশ্চিমবঙ্গে ভোটের আগে যদি এভাবে আড়িপাতা হয়ে থাকে, তবে এটা পরিষ্কার যে, নির্বাচনে এর কোনো প্রভাব পড়ছে না। আবার, ভোটের সময় নজরদারির অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!