অভয়া মামলার রায়দানকে স্বাগত জানালেও দ্রুত নিষ্পত্তির দাবি, কি বললেন শুভেন্দু! বিজেপি রাজনীতি রাজ্য January 18, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ শিয়ালদহ কোর্টে অভয়া মামলার রায়দান ছিল। আর সেখানেই দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আগামী সোমবার সাজা ঘোষণা হবে। তবে সকলের মধ্যেই প্রশ্ন রয়েছে যে, শুধুই কি সঞ্জয় রায়? এর পেছনে কি আর কেউ নেই! আর এই সমস্ত প্রশ্ন যখন নির্যাতিতার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা তুলছেন, ঠিক তখনই রায়কে স্বাগত জানালেও, বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এই বিষয়কে স্বাগত জানিয়েও নির্যাতিতার মা-বাবা থেকে শুরু করে আন্দোলনকারী ডাক্তারবাবুরা যে সমস্ত কথা বলছেন, সেক্ষেত্রে ডিএনএ এবং রিপোর্টে যদি সত্যি হয়, তাহলে সেই সমস্ত বিষয়কে সামনে এনে দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।” অর্থাৎ অমীমাংসিত বিষয়গুলি যেগুলো নিয়ে জনমানসের মধ্যে বিভিন্ন প্রশ্ন রয়েছে, এবার সেই সমস্ত বিষয়ে যাতে পদক্ষেপ নেওয়া হয়, নিজের বক্তব্যের মধ্যে দিয়ে সেই ইঙ্গিতই দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -