এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর ঘোষিত ভাতা কমে গেল এই সরকারি কর্মীদের – তীব্র চাঞ্চল্য রাজ্য-রাজনীতিতে

মুখ্যমন্ত্রীর ঘোষিত ভাতা কমে গেল এই সরকারি কর্মীদের – তীব্র চাঞ্চল্য রাজ্য-রাজনীতিতে

তীব্র চাঞ্চল্য রাজ্য-রাজনীতিতে – মুখ্যমন্ত্রীর ঘোষিত ভাতা বাড়ার দুমাসের মধ্যে সেই ভাতার পরিমান কমে গেল, ফলে তীব্র সঙ্কটে রাজ্যের ২ লক্ষ ৩০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীরা। মাত্র দুমাস আগেই, গত ২৩ শে আগস্ট, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ‘অ্যাডিশনাল অনারিয়াম’ ১,০০০ টাকা করে বাড়ানো হবে। সেই ঘোষণা অনুযায়ী গত মাসের বেতনে এই বোধিত ভাতার সুবিধাও পান তাঁরা।

কিন্তু হঠাৎ করেই গত ১ লা নভেম্বর, রাজ্যের জয়েন্ট সেক্রেটারি অভিজিৎ মিত্র এক নতুন নির্দেশিকা জারি করেছেন যেখানে জানানো হয়েছে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের ‘অ্যাডিশনাল অনারিয়াম’ ১,০০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা করা হল এবং তা সহায়িকাদের ক্ষেত্রে ১,০০০ টাকা কমিয়ে ৭০০ টাকা করা হল। সরকারি চাকরিতে একবার বেতন বা ভাতা বৃদ্ধি করলে তা কমানোর কোন আইন নেই – যদি না কোন শাস্তিমূলক পদক্ষেপ সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে, কোনরকম আইনের পারে না করেই প্রথমে ভাতা বৃদ্ধি করে, একমাস তা প্রদান করেও পরে কমিয়ে দেওয়া হল – যা কার্যত নজিরবিহীন।

প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অঙ্গনওয়াড়ি কর্মীদের ‘অনারিয়াম’ ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪,৫০০ টাকা ও সহায়িকাদের ‘অনারিয়াম’ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,২৫০ টাকা করেছেন। সাধারণত কেন্দ্র এই ‘অনারিয়াম’ বাড়ালেই রাজ্য সরকার ‘অ্যাডিশনাল অনারিয়াম’ বাড়িয়ে থাকে। যেহেতু, অঙ্গনওয়াড়ি কর্মীরা শিক্ষা সংক্রান্ত বিষয় দেখেন এবং সহায়িকারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষা নিতে আসা শিশুদের খাদ্য সংক্রান্ত দিকটা দেখেন – তাই কেন্দ্র সবসময়েই যে ‘অনারিয়াম’ দেয় তাতে কিছুটা পার্থক্য থাকে। কিন্তু এরপর, রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দুজনের ক্ষেত্রেই সমপরিমাণ ‘অ্যাডিশনাল অনারিয়াম’ বাড়িয়ে থাকে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এক্ষেত্রেও, মুখ্যমন্ত্রী স্বয়ং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ‘অ্যাডিশনাল অনারিয়াম’ ১,০০০ টাকা বাড়িয়ে দিলেন। গতমাসে বেতনে সেই টাকা দেওয়ার পরে – ১ লা নভেম্বর নতুন নির্দেশিকায় জানানো হল – অঙ্গনওয়াড়ি কর্মীদের এই ‘অ্যাডিশনাল অনারিয়াম’ ৬০০ টাকা ও সহায়িকাদের ‘অ্যাডিশনাল অনারিয়াম’ ৩০০ টাকা কমিয়ে দেওয়া হবে। বেতন বা ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার তা কমিয়ে দিচ্ছেন – এ ঘটনা নজিরবিহীন। একইসঙ্গে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভিন্ন ভিন্ন ‘অ্যাডিশনাল অনারিয়াম’ দেওয়া হচ্ছে এই ঘটনাও নজিরবিহীন।

এই প্রসঙ্গে, সোশ্যাল ওয়েলফেয়ার এমপ্লয়ীজ ফেডারেশনের সাধারণ সম্পাদক সুবীর সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা মেনে নিয়ে জানান, রাজ্যপালের নামে যে বর্ধিত ‘অ্যাডিশনাল অনারিয়াম’ ১,০০০ টাকা করে বাড়ানো হয়, আবার ২ মাস পরে গিয়ে সেই বর্ধিত ‘অ্যাডিশনাল অনারিয়াম’ কমানো যায় না। ইতিমধ্যে ১ মাস বর্ধিত ‘অ্যাডিশনাল অনারিয়াম’ কর্মীরা পেয়েছেন – ফলে, এটা অসংবিধানিক এবং অনৈতিক। এর প্রতিবাদে আমরা প্রয়োজনে মাননীয়া মুখ্যমন্ত্রী, মাননীয় রাজ্যপালের সাথে সাক্ষাৎ করবো। আমরা মনে করি রাজ্য সরকারের এক শ্রেণির আমলা প্রায় ২ লক্ষ ৩০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অসুবিধায় ফেলে রাজ্য সরকারকে হেয় করার চেষ্টা করছেন, আশা করি মাননীয়া মুখ্যমন্ত্রী এই সমস্যায় হস্তক্ষেপ করবেন এবং ওনার দেওয়া কথা উনি রাখবেন I

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!